সৌদি আরামকোর তেল বিতরণকেন্দ্রে রকেট হামলার দাবি হুতি বিদ্রোহীদের

সৌদি আরবের জেদ্দায় রাষ্ট্রীয় মালিকানাধীন তেল কোম্পানি সৌদি আরামকো পরিচালিত একটি বিতরণকেন্দ্রে রকেট হামলা চালানোর দাবি করেছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা।
আজ সোমবার এই রকেট হামলা চালানো হয় বলে জানিয়েছে রয়টার্স।
হুতি বিদ্রোহীদের এক মুখপাত্র টুইটারে এ ঘোষণা দিলেও তাৎক্ষণিকভাবে সৌদি আরবের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
এ ধরনের ‘অপারেশন চলবে’ জানিয়ে ওই মুখপাত্র সৌদি আরবে কর্মরত বিদেশি কোম্পানিগুলোকে সতর্ক করে দিয়েছেন।
২০১৪ সালে রাজধানী সানাসহ দেশের উত্তরাঞ্চলের বেশিরভাগ এলাকা হুতি বিদ্রোহীরা দখলে নেওয়ার পর থেকেই ইয়েমেনে সংঘাত চলছে।
২০১৫ সালের মার্চে সৌদি নেতৃত্বাধীন জোট ইয়েমেনের প্রেসিডেন্ট আবদ-রাব্বু মনসুর হাদির সরকার পুনরুদ্ধারে হস্তক্ষেপ করলে এই লড়াই শুরু হয়।
Comments