পিরোজপুরে ১৫০ কেজি সরকারি চালসহ আটক ২
পিরোজপুরের ইন্দুরকানীতে ১৫০ কেজি সরকারি চালসহ দুই জনকে আটক করেছে পুলিশ। রবিবার রাতে ইন্দুরকানী বাজার থেকে তাদের আটক করা হয়।
আকটকৃতরা হলেন ১০ টাকা মূল্যের চাল বিক্রির ডিলার মো. বাহারুল (৫৪) ও রিক্সাচালক শাহ আলম (৪০)।
বাহারুল নিজের গোডাউন থেকে রাতে রিক্সায় করে পাঁচটি বস্তায় থাকা ১৫০ কেজি চাল পাচার করছিলেন বলে জানান ইন্দুরকানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মাহাবুবুর রহমান। এ সময় বাহারুল ও চাল বহনকারী রিক্সাটি আটক করা হয়।
উপজেলার এক ব্যবসায়ীর কাছে ওই চাল বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল বলেও জানান তিনি।
বিষয়টি পুলিশ দুর্নীতি দমন কমিশনকে (দুদক) জানিয়েছে এবং দুদকই পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে বলে জানান মাহাবুবুর রহমান।
Comments