সাকিবের ‘বড় দিন’ ম্লান করার পণ তামিমদের

২৪ অক্টোবর বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের প্রথম দিনের দ্বিতীয় ম্যাচে জেমকন খুলনার হয়ে নামছেন সাকিব। প্রতিপক্ষ তামিম ইকবালের ফরচুন বরিশাল।
Tamim Iqbal & Shakib Al Hasan
ছবি: ফিরোজ আহমেদ

নিষেধাজ্ঞা কাটানোর পর অনুশীলন করে যাচ্ছেন বেশ কয়েকদিন ধরে। তবে মাঠের খেলায় সাকিব আল হাসান নামবেন মঙ্গলবারই। ঠিক ৪০৮ দিন পর। তামিম ইকবাল চান এই ‘বড় দিনে যেন খুব একটা প্রভাব বিস্তার না করতে পারেন সাকিব।

গত বছরের ১২ অক্টোবর ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে সর্বশেষ ম্যাচ খেলেছিলেন সাকিব। এরপর থেকে প্রতিযোগিতামূলক, প্রস্তুতি কিংবা প্রীতি ম্যাচ কিছুই খেলার সুযোগ ছিল না তার।  ২৪ অক্টোবর বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের প্রথম দিনের দ্বিতীয় ম্যাচে জেমকন খুলনার হয়ে নামছেন সাকিব। প্রতিপক্ষ তামিম ইকবালের ফরচুন বরিশাল।

সোমবার টুর্নামেন্টের আগের দিন অবধারিতভাবেই এসেছে সাকিব প্রসঙ্গ।  বরিশাল অধিনায়ক সাকিবকে ফেরার অভিনন্দন জানালেন, জানালেন শুভকামনা। তবে নিজেদের বিপক্ষেই যখন নামছেন সাকিব, তার সাফল্য তাই স্বাভাবিকভাবেই প্রত্যাশা করছেন না তারা, ‘আমি নিশ্চিত ওর (সাকিব আল হাসান) জন্য অনেক বড় দিন। কারণ ও এক বছর পর মাঠে ফিরছে। ওর জন্য বড় দিন, বাংলাদেশ ক্রিকেটের জন্য একটা গুরুত্বপূর্ণ দিন। কারণ, ওর মানের খেলোয়াড় ফেরত আসছে। আমি নিশ্চিত ওর ভক্তরা ওকে দেখার জন্য মুখিয়ে থাকবে। ’

‘যেহেতু আমার জন্য এটা একটা খেলা, আমি চেষ্টা করবো ও যত কম প্রভাব ফেলতে পারে। দিনশেষে আমি খুশি যে ফিরছে, আমি নিশ্চিত হি উইল গো স্ট্রেংথ টু স্ট্রেংথ ফ্রম টুমোরো।’

প্লেয়ার্স ড্রাফট থেকে গড়পড়তা একটা দল বানিয়েছে বরিশাল। কিছু জায়গায় থেকে গেছে ঘাটতি। তা নিয়ে খেদ থাকলেও তামিমের আশা কাগজের-কলমের হিসাব ফলবে না মাঠে,  'দেখেন, আমাদের দলে হয়তো নামি দামি ওরকম খেলোয়াড় নেই, তবে ক্রিকেটটাই এরকম একটা খেলা। সবাই যদি কাগজে কলমে শক্তিশালী হয়ে ম্যাচ জিতে যেতো বা টুর্নামেন্ট জিতে যেতো তাহলে অন্য কথা ছিল। আমি নিশ্চিত যে খেলোয়াড় আছে আমার, তারা সবাই সামর্থ্যবান।’

 

Comments

The Daily Star  | English

Ex-public administration minister Farhad arrested

Former Public Administration minister Farhad Hossain was arrested from Dhaka's Eskaton area

2h ago