যে কারণে এবার অধিনায়কত্ব নিলেন মুশফিক

প্রস্তুতিমূলক প্রেসিডেন্ট’স কাপে তামিম ইকবাল, মাহমুদউল্লাহ নিজেদের নামের দলে নেতৃত্ব দিলেও মুশফিকুর রহিম খেলেন সাধারণ খেলোয়াড় হিসেবে
Mushfiqur Rahim
ছবি: ফিরোজ আহমেদ

প্রস্তুতিমূলক প্রেসিডেন্ট’স কাপে তামিম ইকবাল, মাহমুদউল্লাহ নিজেদের নামের দলে নেতৃত্ব দিলেও মুশফিকুর রহিম খেলেন সাধারণ খেলোয়াড় হিসেবে। নাজমুল হোসেন শান্তকে অধিনায়ক করা তৈরি করা হয়েছিল আরেক দল, যেখানে ছিলেন মুশফিক। তখন জানা গিয়েছিল, মুশফিক অধিনায়কত্ব না নেওয়াতেই এই ব্যবস্থা। এবার বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে বেক্সিমকো ঢাকার অধিনায়কত্ব ঠিকই নিয়েছেন তিনি। অধিনায়কত্ব নেওয়া, না নেওয়া নিয়ে দিয়েছেন ব্যাখ্যা।

মঙ্গলবার দুপুরে টুর্নামেন্টের প্রথম ম্যাচে মুশফিকের ঢাকা খেলবে শান্তর মিনিস্টার গ্রুপ রাজশাহীর বিপক্ষে। সোমবার সকালে মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামের একাডেমি মাঠে অনুশীলন সেরে মুশফিক জানান, যে চিন্তা থেকে এবার দলের ভার নিয়েছেন তিনি,  ‘অধিনায়কত্বের ব্যাপারটা অনেক সময় নির্ভর করে ফ্র্যাঞ্চাইজিরা কী চায়। প্রেসিডেন্টস কাপ বা অন্যান্য সময় বোর্ডের অধীনে তারা মনে করে  তরুণ কিছু খেলোয়াড় আছে তাদের সুযোগ দিলে ভবিষ্যতে ভালো হতে পারে। এখন তারা মনে করেছে যে আমি হয়তো সঠিক ব্যক্তি যে গাইড করতে পারে। এই জন্যই নেয়া আসলে।’

‘এটাও একটা চ্যালেঞ্জ অধিনায়ক হিসেবে নাম্বার ওয়ান করা। ইনশাআল্লাহ সেই চ্যালেঞ্জ নেয়ার জন্য আমি প্রস্তুত। আমার দলে যারা আছে তারা যদি সমর্থন  করে, এটা অসম্ভব না।’

মুশফিক জানান নিজেকে জাতীয় দলে অধিনায়কত্বের ভূমিকায় আর দেখছেন না তিনি। তাই তার মতে  সম্পূর্ণ বিসিবির তত্ত্বাবধায়নের কোন টুর্নামেন্টে তরুণ কাউকে বাজিয়ে দেখা উচিত। যাদের আসলে আগামীতে জাতীয় দলে অধিনায়কত্ব করার সম্ভাবনা আছে, ‘জাতীয় দল বা অন্যান্য দলে যেটা হয় অনেক তরুণ খেলোয়াড় থাকে  যদের  হয়তো ভবিষ্যতের অধিনায়কত্বের জন্য চিন্তা করা হয়। যেহেতু আমার জাতীয় দলে করার (অধিনায়কত্ব) চান্স নাই বলে আমি অনুভব করি। সেদিক থেকে মনে করি ভালো হয় যাদের চান্স আছে (অধিনায়কত্বের) জাতীয় দলে,  তাদের এরকম টুর্নামেন্টে অভিজ্ঞতা নেয়াটা ভালো হয়। তরুণ খেলোয়াড়রা যত দায়িত্ব নিবে তাদের দায়িত্ব বাড়বে। এখন যেহেতু এটা একটা ফ্র্যাঞ্চাইজি বেসড। তারা চেয়েছেন, তাদের আমি চেষ্টা করবো ব্যক্তি ও অধিনায়ক হিসেবে প্রতিদান দেওয়ার।’

অবশ্য একই ম্যানেজমেন্টের অধীনে ঢাকা প্রিমিয়ার লিগে আবাহনী লিমিটেডেরও অধিনায়কত্ব করেছেন দেশের অন্যতম সেরা এই ব্যাটসম্যান।

 

Comments

The Daily Star  | English

Ex-public administration minister Farhad arrested

Former Public Administration minister Farhad Hossain was arrested from Dhaka's Eskaton area

3h ago