বিতর্কিত পেনাল্টিতে নেইমারের লক্ষ্যভেদে পিএসজির মধুর প্রতিশোধ

চার ম্যাচে দুই জয়ে ৬ পয়েন্ট নিয়ে ‘এইচ’ গ্রুপের দ্বিতীয় স্থানে উঠে এসেছে পিএসজি।
psg
ছবি: টুইটার

পুরো ম্যাচে প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি) ছিল ছন্নছাড়া। নিজেদের মাঠে খেলা হলেও মাত্র ৩৮ শতাংশ সময়ে বল দখলে রাখতে পারে তারা। প্রতিপক্ষ আরবি লাইপজিগের গোলমুখে শট নেয় আটটি। যার মাত্র তিনটি ছিল লক্ষ্যে! তারপরও বিতর্কিত পেনাল্টিতে নেইমারের গোলখরা কাটানোর ম্যাচে মধুর প্রতিশোধ নিয়ে মাঠ ছাড়ে তারা।

মঙ্গলবার রাতে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ‘এইচ’ গ্রুপে লাইপজিগের বিপক্ষে ১-০ গোলের কষ্টার্জিত জয় পেয়েছে পিএসজি। দুদলের আগের সাক্ষাতে জার্মান ক্লাবটির মাঠে ২-১ ব্যবধানে হেরেছিল তারা।

পার্ক দে প্রিন্সেসে ম্যাচের ১১তম মিনিটে এগিয়ে যায় স্বাগতিকরা। সফল স্পট-কিক থেকে লক্ষ্যভেদ করেন ব্রাজিলিয়ান তারকা নেইমার। আর্জেন্টাইন ফরোয়ার্ড আনহেল দি মারিয়া ডি-বক্সে ফাউলের শিকার হওয়ায় পেনাল্টির বাঁশি বাজিয়েছিলেন রেফারি। এরপর প্যারিসিয়ানরা আর ব্যবধান বাড়াতে পারেনি। অন্যদিকে, অতিথি লাইপজিগ ম্যাচে চালকের আসনে থাকলেও ব্যর্থ হয় সমতায় ফিরতে।

তবে পেনাল্টির সিদ্ধান্তটি সঠিক কিনা তা নিয়ে তৈরি হয়েছে বিতর্ক। অনেকের মতো লাইপজিগ কোচ ইউলিয়ান নাগলসমানও মনে করছেন, ‘ডাইভ’ দিয়েছেন দি মারিয়া। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে ক্ষোভ উগড়ে দিয়েছেন তিনি, ‘আমরা একটা ভুল দিয়ে ম্যাচ শুরু করেছি। আর রেফারি ভূমিকা রাখেন ওই সিদ্ধান্তে, যা আমি কিছুতেই বুঝে উঠতে পারছি না। ভিএআর (ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি) নিয়েও একই কথা বলব।’

neymar
ছবি: টুইটার

তিনি যোগ করেছেন, ‘সাধারণত, আমি এসব নিয়ে অভিযোগ করি না। উয়েফা এটা পছন্দও করে না। কিন্তু এমন গুরুত্বপূর্ণ ম্যাচে রেফারিদের দিক থেকে ওরকম পেনাল্টি দেওয়া ছিল ভীষণ বড় একটি ভুল। আমি আসলেও সিদ্ধান্তটি বুঝতে পারছি না। কারণ, সেখানে কোনো সংস্পর্শই ঘটেনি (খেলোয়াড়দের মধ্যে)।’

নিজেদের পারফরম্যান্স নিয়ে নাগলসমানের মন্তব্য, ‘গোল করার পর পিএসজি পাল্টা আক্রমণ নির্ভর ফুটবল খেলেছে। নিজেদের অর্ধে অনেক নিচে নেমে তারা রক্ষণ সামলায় এবং গুটিকয়েক খেলোয়াড়কে আক্রমণে রাখে। আমরা দারুণভাবে তাদেরকে প্রতিরোধ করেছি এবং গোটা ৯০ মিনিটে আমরা ছিলাম সেরা দল।’

খেলার ধরন ভক্ত-সমর্থকদের আনন্দ না দিলেও মিলেছে কাঙ্ক্ষিত ফল। তাই পিএসজি কোচ টমাস টুখেল জানিয়েছেন শিষ্যদের পারফরম্যান্স নিয়ে সন্তুষ্টির কথা। তবে পেনাল্টির বিষয়ে মুখ খোলেননি তিনি, ‘লাইপজিগের বিপক্ষে আগের সূচিতে ভাগ্য আমাদের সহায় ছিল না। তবে আজ আমরা ভাগ্যকে কিছুটা পাশে পেয়েছি। আমাদের খেলায় সংহতি ছিল এবং হৃদয় দিয়ে প্রতিরোধ করেছি।’

চার ম্যাচে দুই জয়ে ৬ পয়েন্ট নিয়ে ‘এইচ’ গ্রুপের দ্বিতীয় স্থানে উঠে এসেছে পিএসজি। সমান পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে পিছিয়ে থাকা লাইপজিগ আছে তিনে। রাতের অন্য ম্যাচে ইস্তানবুল বাসাকসেহিরের বিপক্ষে ৪-১ গোলের বড় জয় পেয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। ৯ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে তারা।

Comments

The Daily Star  | English

One month of interim govt: Yunus navigating thru high hopes

A month ago, as Bangladesh teetered on the brink of chaos after the downfall of Sheikh Hasina, Nobel Laureate Muhammad Yunus returned home to steer the nation through political turbulences.

6h ago