খুলনায় ষাটোর্ধ্ব বৃদ্ধের মরদেহ উদ্ধার
খুলনার রূপসা উপজেলা থেকে আনন্দ মোহন ঘোষ (৬২) নামে একজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার সকালে উপজেলার আইচগাতী ইউনিয়নের রাজাপুর বাজারের পাশে একটি বাড়ি থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
আনন্দ মোহন ওই এলাকায় সমীর চন্দ্র বিশ্বাসের বাড়িতে ভাড়া থাকতেন। তার বাড়ি সাতক্ষীরার পাটকেলঘাটা থানা এলাকায়। আনন্দ মোহনের বাবা মৃত সুশীল চন্দ্র ঘোষ।
রূপসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা জাকির হোসেন দ্য ডেইলি স্টারকে তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, ময়নাতদন্তের জন্য মরদেহ খুলনা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।
Comments