দেস্তের মাঝে বার্সেলোনার ভবিষ্যতের তারকার ছায়া দেখছেন আলবা

dest
ছবি: টুইটার

চলতি মৌসুমে শুরুতে যোগ দেওয়ার পর বার্সেলোনার জার্সিতে নিজের প্রথম গোল পেয়েছেন সের্জিনো দেস্ত। দিনামো কিয়েভের বিপক্ষে কাতালানদের গোল উৎসবের শুরুটা হয়েছিল তার লক্ষ্যভেদে। পুরো ম্যাচেই দুর্দান্ত খেলেছেন যুক্তরাষ্ট্রের এই তরুণ ডিফেন্ডার। এতে মুগ্ধ হয়ে দেস্তকে নিয়ে আশার বাণী শুনিয়েছেন বার্সার অভিজ্ঞ তারকা জর্দি আলবা।

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে ইউক্রেনের ক্লাব দিনামোর মাঠে মঙ্গলবার রাতে ৪-০ গোলে জিতেছে বার্সেলোনা। ফলে চার ম্যাচে পূর্ণ ১২ পয়েন্ট নিয়ে ‘জি’ গ্রুপ থেকে প্রতিযোগিতার নকআউট পর্ব নিশ্চিত করেছে স্প্যানিশ পরাশক্তিরা। দ্বিতীয়ার্ধের শুরুতে দেস্ত সফরকারীদের এগিয়ে নেওয়ার পর জোড়া গোল করেন মার্টিন ব্র্যাথওয়েট। যোগ করা সময়ে ব্যবধান বাড়ান বদলি আঁতোয়ান গ্রিজমান।

ম্যাচ শেষে গণমাধ্যমের কাছে আলবা বলেছেন, ২০ বছর বয়সী রাইট ব্যাক দেস্তের মাঝে দারুণ সম্ভাবনা দেখতে পাচ্ছেন তিনি, ‘দেস্ত অনেক আকাঙ্ক্ষা নিয়ে এসেছে। সার্জিও রবার্তোর দুর্ভাগ্যজনক চোটের কারণে সে অনেক সুযোগ পাবে। আমি মনে করি, সে অনেক উঁচু মানের। তার সামনে রয়েছে উজ্জ্বল ভবিষ্যৎ। বার্সার ফুল ব্যাক হওয়ার জন্য যেসব বৈশিষ্ট্য থাকা উচিত, সেগুলোর সঙ্গে সে মানানসই।’

অভিষেক গোলে রেকর্ডের পাতায়ও ঠাঁই নিয়েছেন দেস্ত। চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসে বার্সার হয়ে সবচেয়ে কম বয়সে জালের ঠিকানা খুঁজে নেওয়া ডিফেন্ডার এখন তিনি। দিনামোর বিপক্ষে তার গোলটি এসেছে ২০ বছর ২১ দিন বয়সে। ডি-বক্সে ব্র্যাথওয়েটের কাছ থেকে বল নিয়ে একটু এগিয়ে ডান পায়ের কোণাকুণি শটে নিশানা ভেদ করেন তিনি।

গত অক্টোবরে আয়াক্স আমস্টারডাম ছেড়ে ন্যু ক্যাম্পে নাম লেখানো দেস্ত নিজের পারফরম্যান্সের মূল্যায়নে বলেছেন, ‘আমরা খুবই ভালো খেলেছি। দলের পক্ষে প্রথম গোল করে অবদান রাখাটা আমার কাছে স্বপ্ন ছিল। (খেলার মাঝে) আমি আমার অবস্থানে দৃঢ় থাকতে চেষ্টা করেছি। কারণ, আমি এই দলে খুব খুশি এবং (একাদশে) নিজের জায়গা ধরে রাখতে চাই।’

Comments

The Daily Star  | English

JP central office vandalised, set ablaze

A group of unidentified people set fire to the central office of Jatiyo Party in Dhaka's Kakrail area this evening

46m ago