এখনও অনিশ্চিত অ্যান্টিজেনভিত্তিক করোনা পরীক্ষা

‘আমরা আগামী সপ্তাহ থেকে অ্যান্টিজেনভিত্তিক পরীক্ষা করার জন্য কর্মীদের প্রশিক্ষণ দেওয়া শুরু করব এবং আগামী মাসে পরীক্ষা শুরু করতে পারব বলে আশা করছি।’
আজ বুধবার সাংবাদিকদের এ কথা বলেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক মীরজাদি সেব্রিনা ফ্লোরা।
ঠিক কবে থেকে অ্যান্টিজেনভিত্তিক করোনা পরীক্ষা শুরু হতে পারে? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘সেটা এখনই আমরা বলতে পারছি না।’
তিনি আরও জানান, স্বাস্থ্য অধিদপ্তর ১০টি জেলা সদরে অ্যান্টিজেন পরীক্ষা চালু করার পরিকল্পনা করছে, যেখানে আরটি-পিসিআর পরীক্ষার ব্যবস্থা নেই।
প্রয়োজনীয় অ্যান্টিজেন কিট আমদানি করা হয়েছে কিনা জানতে চাইলে তিনি বলেন, ‘আমাদের কিছু কিট আছে এবং শিগগির আরও আনা হবে।’
আমলাতান্ত্রিক জটিলতা পার করে গত ১৭ সেপ্টেম্বর সরকারি স্বাস্থ্যসেবা কেন্দ্রে অ্যান্টিজেনভিত্তিক র্যাপিড পরীক্ষার মাধ্যমে করোনা শনাক্তের অনুমতি দিয়েছে সরকার।
স্বাস্থ্য অধিদপ্তরের প্রস্তাব এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার অন্তর্বর্তীকালীন গাইডলাইন অনুযায়ী সকল সরকারি হাসপাতাল, জেলা হাসপাতাল, সরকারি পিসিআর ল্যাব এবং সকল স্বাস্থ্য প্রতিষ্ঠানে অ্যান্টিজেনভিত্তিক পরীক্ষার অনুমতি দেওয়া হয়েছে।
অনুমোদনের দুই মাস পরেও নির্ধারিত স্বাস্থ্যসেবা কেন্দ্রগুলোতে অ্যান্টিজেন পরীক্ষা চালু করতে পারেনি সরকার।
গত ৫ জুলাই অ্যান্টিজেনভিত্তিক কোভিড-১৯ পরীক্ষার অনুমতি দেওয়ার জন্য স্বাস্থ্য মন্ত্রণালয়ে চিঠি দেয় স্বাস্থ্য অধিদপ্তর।
কোভিড-১৯ সম্পর্কিত জাতীয় কারিগরি উপদেষ্টা কমিটিও এর জন্য বেশ কয়েকবার সুপারিশ করেছে।
আরও পড়ুন: করোনা পরীক্ষায় অ্যান্টিজেন কিটের অনুমোদন
Comments