হার্ট ফাউন্ডেশনের সিসিইউতে পর্যবেক্ষণে অভিনেত্রী সুজাতা

Sujata_Azim_25Nov20.jpg
ছবি: শেখ মেহেদী মোর্শেদ

কিংবদন্তি অভিনেত্রী সুজাতা আজিম হৃদরোগে আক্রান্ত হয়েছেন। আজ বুধবার সকালে তাকে রাজধানীর ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাকে করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) পর্যবেক্ষণে রেখেছেন চিকিৎসকরা। শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘বাড়িতে হার্ট অ্যাটাক করলে তাকে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতালে ভর্তি করা হয়। দুদিন তিনি পর্যবেক্ষণে থাকবেন। সবাই গুণী এ অভিনেত্রীর জন্য দোয়া করবেন।’

সুজাতা আজিম অভিনীত ১৯৬৫ সালে মুক্তি পাওয়া ‘রূপবান’ সিনেমা একটি মাইলফলক। ১৯৭৮ সাল পর্যন্ত অসংখ্য জনপ্রিয় চলচ্চিত্রের নায়িকা তিনি। তার অভিনীত উল্লেখযোগ্য সিনেমার মধ্যে রয়েছে— ‘ডাক বাবু’, ‘জরিনা সুন্দরী’, ‘অপরাজেয়’, ‘আগুন নিয়ে খেলা’, ‘কাঞ্চনমালা’, আলিবাবা’, ‘বেঈমান’, ‘অনেক প্রেম অনেক জ্বালা’, ‘প্রতিনিধি’ ইত্যাদি। ‘রাতের কলি’ সিনেমার পরে তিনি আর নায়িকা হিসেবে অভিনয় করেননি।

Comments