নরসিংদীতে গণপিটুনিতে ২ জন নিহত
নরসিংদীর শিবপুরে ডাকাত সন্দেহে গ্রামবাসীর গণপিটুনিতে দুই জন নিহত হয়েছেন। বুধবার রাত তিন টার দিকে শিবপুর উপজেলার যোশর ইউনিয়নের মুরগীবেড় গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত সোহেল মিয়া (৩০) এর বাড়ি কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার কামালপুর গ্রামে। অপর জনের পরিচয় জানা যায়নি।
শিবপুর মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আবুল কালাম স্থানীয়দের বরাতে জানান, রাত দেড়টার দিকে ১০-১৫ জনের অস্ত্রধারী ডাকাত দল শিবপুরের জয়নগর গ্রামের দুই বাড়িতে ডাকাতি শেষে পার্শ্ববর্তী যোশর ইউনিয়নের মুরগীবেড় গ্রাম হয়ে পালানোর সময় গ্রামবাসী ধাওয়া করে। এক পর্যায়ে গ্রামবাসী তাদের ধরে গণপিটুনি দিলে ঘটনাস্থলেই দুই জন মারা যান। একজনকে আহত অবস্থায় পুলিশে সোপর্দ করা হয়।
পুলিশ নিহতদের মরদেহ নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
Comments