সরাইলে ব্যবসায়ী হত্যা মামলায় ৫ জনের যাবজ্জীবন
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ব্যবসায়ী শওকত আলী হত্যা মামলায় পাঁচ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।
বুধবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া জেলা ও দায়রা জজ মো. সফিউল আজম এ রায় দেন।
আদালতের পুলিশ পরিদর্শক কাজী দিদার আহমেদ জানান, মামলার অপর তিন আসামিকে এক বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে।
যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- উপজেলার সৈয়দটুলার ফকিরপাড়া গ্রামের মো. শফিকুর রহমান খন্দকার শাফি, মো. মোর্শেদ খন্দকার, মো. সাহেদ আলম খন্দকার, আব্দুল হাই ও মোবারক। তাদের মধ্যে মোর্শেদ ও মোবারক পলাতক আছেন।
মামলা সূত্রে জানা যায়, জমি সংক্রান্ত বিরোধের জেরে ২০১৪ সালের ১৩ আগস্ট রাতে সরাইল সদরের অন্নদা স্কুল মোড়ের ফল ব্যবসায়ী শওকত আলীকে হত্যা করা হয়। এ ঘটনায় শওকতের ভাই আব্দুল বাতেন বাদি হয়ে নয় জনকে আসামি করে সরাইল থানায় হত্যা মামলা করেন।
তবে এই রায়ে অসন্তুোষ জানিয়েছেন আব্দুল বাতেন। তিনি বলেন, উচ্চ আদালতে আপিল করা হবে।
বাদি পক্ষের আইনজীবি বশির আহমেদ বলেন, এটি পরিকল্পিত হত্যাকাণ্ড হওয়ার কারণে আমাদের প্রত্যাশা ছিল সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দেবেন আদালত। এই নিয়ে উচ্চ আদালতে আপিল করা হবে।
Comments