শরীয়তপুরে গৃহবধূ ধর্ষণ-হত্যা মামলায় ৩ জনের মৃত্যুদণ্ড
শরীয়তপুরে ডামুড্যায় গৃহবধূকে ধর্ষণ ও হত্যার দায়ে তিন আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।
আজ বুধবার শরীয়তপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক আব্দুস ছালাম খান আদালতে আসামিদের উপস্থিতিতে এ রায় দেন।
মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন--শরীয়তপুরের গোসাইরহাট উপজেলার মধ্য কোদালপুর গ্রামের মোর্শেদ উঁকিল (৫৬), ডামুড্যা উপজেলার চর ঘরোয়া গ্রামের আব্দুল হক মুতাইত (৪২) ও দাইমী চর ভয়রা গ্রামের মো. জাকির হোসেন (৩৩)।
মামলার অপর নয় আসামি দোষী সাব্যস্থ না হওয়ায় তাদের খালাস দেওয়া হয়।
নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিশেষ সরকারি কৌঁসুলি (পিপি) ফিরোজ আহমেদ জানান, ২০১৯ সালের ২০ জানুয়ারি রাতে নিখোঁজ হন ওই গৃহবধূ। পরদিন সকালে একটি পরিত্যক্ত টিনের ঘর থেকে তার মরদেহ উদ্ধার হয়।
এ ঘটনায় গৃহবধূর স্বামী ডামুড্যা থানায় হত্যা মামলা করেন। পুলিশের তদন্তের পর প্রথমে মোর্শেদ উকিলকে গ্রেপ্তার করা হয়। পরে তার দেওয়া তথ্য অনুযায়ী বাকি আসামিদের গ্রেপ্তার করা হয়।
মোর্শেদ, আব্দুল হক ও জাকির ঘটনার সঙ্গে তাদের সংশ্লিষ্টতার কথা স্বীকার করে আদালতে জবানবন্দি দেন।
Comments