চ্যাম্পিয়ন্স লিগেও থাকল ম্যারাডোনাকে হারানোর হাহাকার

নকআউটে বায়ার্ন-সিটি, ইন্টারকে ফের হারাল রিয়াল
maradona real madrid
ইন্টার-রিয়াল ম্যাচের আগে দিয়েগো ম্যারাডোনার জন্য এক মিনিট নীরবতা পালন করা হয়। বুধবার মারা গেছেন ‘ফুটবল ঈশ্বর’ খ্যাত কিংবদন্তি সাবেক আর্জেন্টাইন ফুটবলার। ছবি: টুইটার

কিংবদন্তি ফুটবলার দিয়েগো ম্যারাডোনাকে হারানোর শোক তাজা থাকতেই উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে মাঠে নেমেছিল বেশ কয়েকটি দল। আর্জেন্টাইন এই মহানায়ককে স্মরণ করা হয়েছে সবগুলো ম্যাচেই। টানা জয়ে নক আউটে উঠেছে বায়ার্ন মিউনিখ, ম্যানচেস্টার সিটি। ইন্টার মিলানকে হারিয়েছে রিয়াল মাদ্রিদ। 



বুধবার রাতে ঘরের মাঠ আলিয়াঞ্জ অ্যারেনায় ‘এ’ গ্রপের ম্যাচে সালজবুর্গকে ৩-১ গোলে হারিয়েছে বায়ার্ন। তাদের পক্ষে একটি করে গোল করেন রবার্ত লেভানদোভস্কি, কিংসলে কোমান ও লেরয় সানে। সফরকারীদের হয়ে ব্যবধান কমান মেরগিম বেরিশা। আগের দেখায় একই প্রতিপক্ষকে ৬-২ গোলে উড়িয়ে দিয়েছিল জার্মান বুন্দেসলিগার শিরোপাধারীরা।

চার ম্যাচে পূর্ণ ১২ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে আছে বায়ার্ন। লোকোমোতিভ মস্কো ও অ্যাতলেতিকো মাদ্রিদের মধ্যকার গ্রুপের অন্য ম্যাচটি হয়েছে গোলশূন্য ড্র। ৫ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে অ্যাতলেতিকো। লোকোমোতিভ ৩ পয়েন্ট নিয়ে রয়েছে তিনে। সবার নিচে থাকা সালজবুর্গের অর্জন ১ পয়েন্ট।

‘সি’ গ্রুপের ম্যাচে আলম্পিয়াকোসের মাঠে ১-০ গোলে জিতেছে ম্যানচেস্টার সিটি। প্রথমার্ধের ৩৬তম মিনিটে জয়সূচক গোলটি করেন ফিল ফোডেন। প্রথম লেগে নিজেদের মাঠ ইতিহাদ স্টেডিয়ামে আলম্পিয়াকোসকে ৩-০ গোলে হারিয়েছিল ইংলিশ পরাশক্তি সিটি।

পেপ গার্দিওলার দলের অর্জন চার ম্যাচে ১২ পয়েন্ট। গ্রুপের অন্য ম্যাচে মার্সেইয়ের মাঠে ২-০ গোলে জিতেছে এফসি পোর্তো। ৯ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে পোর্তো। তিনে থাকা আলম্পিয়াকোসের পয়েন্ট ৩। সবার নিচে থাকা মার্সেইয়ের নামের পাশে কোনো পয়েন্ট নেই।

‘বি’ গ্রুপের ম্যাচে ইন্টারের মাঠ সান সিরোতে ২-০ গোলে জিতেছে রিয়াল। শুরুতে তারা এগিয়ে গিয়েছিল এডেন হ্যাজার্ডের গোলে। দ্বিতীয়ার্ধে ব্যবধান দ্বিগুণ করেন রদ্রিগো। দুদলের আগের সাক্ষাতে ঘরের মাঠে ৩-২ গোলে জিতেছিল জিনেদিন জিদানের শিষ্যরা।

গ্রুপের আরেক মাচে শাখতার দোনেৎস্ককে ৪-০ গোলে বিধ্বস্ত করেছে বরুসিয়া মনশেনগ্লাডবাখ। ৮ পয়েন্ট নিয়ে তারা আছে পয়েন্ট তালিকার শীর্ষে। ৭ পয়েন্ট নিয়ে তাদের ঠিক পেছনেই আছে রিয়াল। তিনে থাকা শাখতারের পয়েন্ট ৪। তলানির দল ইন্টার পেয়েছে মাত্র ২ পয়েন্ট।

Comments

The Daily Star  | English
Khaleda Zia calls for unity

‘Seize the moment to anchor democracy’

Urging people to remain united, BNP Chairperson Khaleda Zia has said the country must quickly seize the opportunity to institutionalise the democratic system.

2h ago