লোহাগড়ায় শিকারির গুলিতে কিশোর নিহত
চট্টগ্রামের লোহাগড়া উপজেলায় বন্যপ্রাণী শিকারির গুলিতে মারুফুল ইসলাম নামে ১২ বছর বয়সী এক কিশোর নিহত হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে ভুক্তভোগীর কিশোরের অভিভাবকরা লোহাগড়া থানায় হত্যা মামলা দায়ের করার পরে বিষয়টি জানা যায়।
গতকাল সন্ধ্যা ৭টার দিকে উপজেলার চুনতি ইউনিয়নের জাদিমুড়া গ্রামে এ ঘটনা ঘটে। মারুফুল ওই গ্রামের মোহাম্মদ ফোরকানের ছেলে।
লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাকির হোসেন মাহমুদ দ্য ডেইলি স্টারকে বলেন, ফোরকানের বাড়ির আঙ্গিনায় খড়ের গাদার ভেতরে শিকারিরা অস্ত্র লুকিয়ে রেখেছিল। ধারণা করা হচ্ছে, শিকারে যাওয়ার আগে অস্ত্র নিতে এলে দুর্ঘটনাবশত গুলি বের হয়ে যায়। এতে ঘটনাস্থলেই কিশোরের মৃত্যু হয়।
Comments