৯ কোটি টাকার সাপের বিষ উদ্ধার, ২ পাচারকারী আটক

গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় অভিযান চালিয়ে মো. মামুন তালুকদার (৫১) ও মো. মামুন (৩৩) নামে দুই পাচারকারীকে আটক করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
Snake_Poison_26Nov20.jpg
ছবি: সংগৃহীত

গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় অভিযান চালিয়ে মো. মামুন তালুকদার (৫১) ও মো. মামুন (৩৩) নামে দুই পাচারকারীকে আটক করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

আজ বৃহস্পতিবার সিআইডি সদর দপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে অতিরিক্ত উপমহাপরিদর্শক (ডিআইজি) শেখ রেজাউল হায়দার বলেন, আটক ব্যক্তিরা সাপের বিষ পাচারকারী চক্রের সদস্য।

মামুন তালুকদার বরিশালের বাকেরগঞ্জ থানার দুধাল এলাকার হাজী মোতালেব তালুকদারের ছেলে। তিনি গাজীপুরের কালিয়াকৈর থানার পূর্ব মৌচাক এলাকায় বসবাস করেন। মামুন মৌচাক এলাকার কুদ্দুস কাজীর ছেলে।

রেজাউল হায়দার আরও বলেন, গত ১৭ সেপ্টেম্বর গাজীপুরের বাসন থানা এলাকায় অভিযান চালিয়ে সাপের বিষ পাচারকারী চক্রের কয়েকজনকে গ্রেপ্তার করে সিআইডি’র একটি দল। ওই মামলা তদন্তকালে জানা যায়, এ ধরনের চক্র আরও আছে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গতকাল রাতে কালিয়াকৈর উপজেলায় অভিযান চালিয়ে পাচারকারী চক্রের আরও দুই জনকে আটক করা হয়।

এ সময় দুটি বড় লকারে ছয়টি কাঁচের বোতলে সংরক্ষিত সাপের বিষ পাওয়া যায়। এর আনুমানিক বাজারমূল্য নয় কোটি টাকা। এ ছাড়া একটি ক্যাটালগ বই জব্দ করা হয়েছে। প্রতিটি বোতলের ‘গায়ে কোবরা স্নেক পয়জন অব ফ্রান্স, রেড ড্রাগন কোম্পানি, কোবরা কোড নং-৮০৯৭৫, মেড ইন ফ্রান্স’ লেখা আছে। আটক দুজনের বিরুদ্ধে মামলা দায়ের করা হবে— বলেন রেজাউল হায়দার।

Comments

The Daily Star  | English

Ex-public administration minister Farhad arrested

Former Public Administration minister Farhad Hossain was arrested from Dhaka's Eskaton area

3h ago