চট্টগ্রামে ২ মেট্রিক টন জাটকা জব্দ
কর্ণফুলী নদীতে চট্টগ্রাম জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুই মেট্রিক টন জাটকা জব্দ করা হয়েছে।
আজ বৃহস্পতিবার দুপুর ১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট উমর ফারুক কর্ণফুলী নদীর সদরঘাট এলাকায় এ অভিযান পরিচালনা করেন।
অভিযানে টি আর ডিজনী নামের একটি জাহাজে দুই মেট্রিক টন জাটকা পাওয়া যায়। এ সময় মেহেদী হাসান সবুজ (২৫) ও কামাল হোসেন (৪২) নামের জাহাজের দুই কর্মচারীকে পাঁচ হাজার করে মোট ১০ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।
বিষয়টি নিশ্চিত করে নির্বাহী ম্যাজিস্ট্রেট উমর ফারুক বলেন, ‘সরকারি নির্দেশনা অনুযায়ী নভেম্বর থেকে জুন পর্যন্ত জাটকা আহরণ, বিপণন ও বাজারজাতকরণ নিষিদ্ধ। যারা জাটকা আহরণ করে পরিণত ইলিশ হওয়াকে বাধাগ্রস্ত করছে, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।’
তিনি আরও বলেন, ‘যেখানে ইলিশ মাছ ধরার সুযোগ আছে, সেখানে কেন ইলিশ ধ্বংসে জাটকা নিধন করা হবে। ক্ষুদ্রতর স্বার্থ হাসিল করার জন্যে বৃহত্তর স্বার্থ নষ্ট করছেন তারা।’
‘এ ধরনের কাজে যারা জড়িত থাকবে তাদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে,’ যোগ করেন তিনি।
অভিযানে তাকে সহায়তা করেন জেলা মৎস্য অফিস, কোস্টগার্ড ও এনএসআই সদস্যরা।
Comments