যশোরে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে মামলা
যশোরের মণিরামপুর উপজেলায় এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে দুজনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। গতকাল বুধবার দিবাগত রাতে ধর্ষণের শিকার ওই কিশোরীর খালা বাদী হয়ে মণিরামপুর থানায় এ মামলা করেন।
মণিরামপুর থানার ওসি (তদন্ত) শিকদার মতিয়ার রহমান জানান, মামলায় অভিযুক্ত মণিরামপুর উপজেলার এড়েন্দা বিলপাড়া এলাকার বাবু (২৮) ও যশোর সদর উপজেলার মন্ডলগাতী গ্রামের মোমিনুর রহমান (৩০) পলাতক। তাদের ধরতে অভিযান অব্যাহত আছে।
মামলার বরাত দিয়ে তিনি বলেন, ‘ওই কিশোরীর বাবা কয়েক বছর আগে মারা যান। এরপর থেকে তিনি তার খালার সঙ্গে থাকেন। বুধবার সন্ধ্যায় বাবু ও মোমিনুরের সঙ্গে মোটরসাইকেলে করে কিশোরীটি বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে মোটরসাইকেল থামিয়ে বাবু ও মোমিনুর তাকে ধর্ষণ করেন।’
রাত সাড়ে ৯টার দিকে ওই কিশোরী বাড়ি এসে তার খালাকে এ ঘটনা জানালে, তিনি থানায় গিয়ে বাবু ও মোমিনুরকে আসামি করে মামলা করেন।
Comments