বকেয়া দাবিতে চিনিকল শ্রমিক ও আখ চাষীদের মানববন্ধন
ফরিদপুরের মধুখালীতে পাঁচ মাসের বকেয়া বেতনসহ পাঁচ দফা দাবিতে মানববন্ধন করেছে ফরিদপুর চিনিকল শ্রমজীবী ইউনিয়ন ও আখ চাষী কল্যাণ সংস্থা। শনিবার বেলা ১১টার দিকে মধুখালী আখ চাষী কল্যাণ সংস্থা ভবনের সামনে ঢাকা-খুলনা মহাসড়কে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
পাঁচ দফা দাবির মধ্যে আছে--পাঁচ মাসের বকেয়া বেতনসহ আখ চাষীদের আখের দাম পরিশোধ, অবসরপ্রাপ্ত শ্রমিক ও কর্মচারীদের গ্র্যাচুইটি, চিনি শিল্প বন্ধের প্রক্রিয়া বাতিলকরণ, আসন্ন মৌসুমের আগে
যাবতীয় মালামাল সরবরাহ করা, আখ উৎপাদনের জন্য সার, বীজ ও কীটনাশকসহ জরুরি উপকরণ সরবরাহ করা।
কেন্দ্রীয় আখ চাষী ফেডারেশন ও কেন্দ্রীয় শ্রমিক-কর্মচারী ফেডারেশনের সিদ্ধান্তে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন হাজারেরও বেশি আখ চাষী ও চিনিকল শ্রমিক।
কর্মসূচিতে আখ চাষী কল্যাণ সংস্থার সভাপতি মো. সফিকুল ইসলাম খানের সভাপতিত্বে বক্তব্য দেন সাধারণ সম্পাদক মো. সিরাজুল ইসলাম, শ্রমজীবী ইউনিয়নের সভাপতি শাহ মো. হারুন অর রশিদ, সাধারণ সম্পাদক কাজল বসু, মধুখালীর সাবেক উপজেলা চেয়ারম্যান মো. আজিজুর রহমান মোল্লা প্রমুখ।
বক্তারা পাঁচ দফা দাবি মেনে নিয়ে কর্তৃপক্ষকে চিনি কলগুলো সচল রাখার আহবান জানান। অন্যথায় ধারাবাহিক আন্দোলনের কর্মসূচীর হুঁশিয়ারি দেন তারা।
ফরিদপুর চিনিকল সূত্রে জানা যায়, চিনিকলে কর্মরত শ্রমিক ও কর্মচারীদের পাঁচ মাসের বকেয়া হিসেবে সাত কোটি টাকা, অবসরপ্রাপ্ত শ্রমিক কর্মচারীদের গ্র্যাচুইটির ২৫ কোটি টাকা, মজুরি কমিশনের চার কোটি টাকা এবং আখের দাম হিসেবে এক কোটি ৩০ লাখ টাকা বকেয়া আছে।
এ বিষয়ে ফরিদপুর চিনি কলের ব্যবস্থাপনা পরিচালক গোলাম কবির জানান, এই বকেয়ার বিষয়ে উর্ধতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। সেখান থেকে টাকা ছাড় পেলে পরিশোধ করা হবে।
তিনি আরও জানান, ফরিদপুর চিনিকলে বর্তমানে দুই হাজার মেট্রিক টন চিনি মজুত আছে। এর বর্তমান বাজার মূল্য ১২ কোটি টাকারও বেশি হবে।
Comments