ভ্যাকসিন প্রাপ্যতায় গুণী সংস্কৃতিসেবীদের অগ্রাধিকার দেওয়া হবে: সংস্কৃতি প্রতিমন্ত্রী
সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কেএম খালিদ বলেছেন, করোনাভাইরাসের ভ্যাকসিন প্রাপ্যতায় গুণী সংস্কৃতিসেবীদের অগ্রাধিকার দেওয়া হবে।
তিনি বলেন, ‘করোনাকালে আমরা সংস্কৃতি জগতের অনেক গুণী শিল্পী-সাহিত্যিক-সংস্কৃতিসেবীদের হারিয়েছি। গুণী সৃজনশীল এসব ব্যক্তিরা দেশ ও জাতির বিবেকস্বরূপ। সমস্যা, সংকট, সম্ভাবনায় তারা জাতিকে সঠিক দিকনির্দেশনা দিয়ে সামনে এগিয়ে যেতে সহায়তা করেন। করোনার ভ্যাকসিন দেশে আসলে প্রথম ধাপে এসব দেশবরেণ্য গুণী সংস্কৃতিসেবীদের অগ্রাধিকার দেওয়া হবে।’
আজ শনিবার রাজধানীর বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় সংগীত ও নৃত্যকলা মিলনায়তনে বাংলাদেশ কালচারাল রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিসিআরএ) রজতজয়ন্তী উৎসবের আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন শেষে তিনি এসব কথা বলেন।
সংস্কৃতি প্রতিমন্ত্রী বলেন, ‘শিল্পীর আসল পরিচয় তিনি শিল্পীই- চলচ্চিত্র, সংগীত, নাটক বা সংস্কৃতির যেকোনো অঙ্গনেরই হোন না কেন।’
তিনি বলেন, ‘বর্তমান সরকার শিল্পীদের কল্যাণে সর্বতোভাবে কাজ করে যাচ্ছে। সে লক্ষ্যে প্রধানমন্ত্রীর বিশেষ অনুদানে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ে গড়ে তোলা হয়েছে শিল্পী কল্যাণ ট্রাস্ট। অন্যদিকে তথ্য মন্ত্রণালয়ে চলচ্চিত্র শিল্পীদের জন্য গড়ে তোলা হয়েছে চলচ্চিত্র শিল্পী কল্যাণ ট্রাস্ট।’
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অনলাইনে বক্তব্য দেন বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার অ্যাডভোকেট মো. ফজলে রাব্বী মিয়া।
বিসিআরএ’র সাফল্য কামনা করে ডেপুটি স্পিকার বলেন, ‘সংগঠনটির নেতৃত্বে দেশ থেকে অপসংস্কৃতি দূরীভূত হোক; সুস্থ, মানবিক ও সংস্কৃতিবান্ধব সমাজ গড়ে উঠুক।’
বিসিআরএ সভাপতি অভি চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশিষ্ট নাট্যজন মঞ্চসারথি আতাউর রহমান, ভূমি মন্ত্রণালয়ের সচিব মো. মাকছুদুর রহমান পাটওয়ারী, বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. সাজ্জাদ হোসাইন, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি ও সাধারণ সম্পাদক যথাক্রমে মোল্লা জালাল ও শাবান মাহমুদ, বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতির সভাপতি সংস্কৃতিজন ফাল্গুনী হামিদ প্রমুখ বক্তব্য দেন।
Comments