মোবাইল গ্রাহকদের মানসম্পন্ন সেবা নিশ্চিত করুন: আইনি নোটিশ

সারাদেশে গ্রাহকদের জন্য মানসম্পন্ন ইন্টারনেট ও মোবাইল নেটওয়ার্ক নিশ্চিত করতে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও মোবাইল ফোন অপারেটরদের আইনি নোটিশ দেওয়া হয়েছে।

সারাদেশে গ্রাহকদের জন্য মানসম্পন্ন ইন্টারনেট ও মোবাইল নেটওয়ার্ক নিশ্চিত করতে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও মোবাইল ফোন অপারেটরদের আইনি নোটিশ দেওয়া হয়েছে।

আজ শনিবার মোবাইল ফোন সাবস্ক্রাইবার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মহিউদ্দিন আহমেদ, সাংবাদিক মো. মেহিদী হাসান ডালিম ও সুপ্রিম কোর্টের আইনজীবী মো. রশিদুল হাসান তাদের আইনজীবী ইশরাত হাসানের মাধ্যমে এই আইনি নোটিশ পাঠিয়েছেন।

নোটিশে সাত দিনের মধ্যে মানসম্পন্ন ইন্টারনেট ও মোবাইল নেটওয়ার্ক নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে অনুরোধ করা হয়েছে।

ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের সচিব, বাংলাদেশ টেলিযোগাযোগ ও নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যান এবং মোবাইল ফোন অপারেটর গ্রামীণফোন, রবি, বাংলালিংক ও টেলিটক বাংলাদেশের প্রধান নির্বাহী কর্মকর্তাদের এই আইনি নোটিশের জবাব দিতে বলা হয়েছে।

মহিউদ্দিন, ডালিম ও রশিদুল বিভিন্ন মোবাইল ফোন অপারেটরের গ্রাহক বলে নোটিশে ইশরাত হাসান জানান।

আরও পড়ুন: বাংলাদেশে মোবাইল ডাটার গতি নেপাল, শ্রীলঙ্কা, পাকিস্তানের চেয়েও কম

Comments

The Daily Star  | English

Fashion brands face criticism for failure to protect labour rights in Bangladesh

Fashion brands, including H&M and Zara, are facing criticism over their lack of action to protect workers' basic rights in Bangladesh, according to Clean Clothes Campaign (CCC)..One year after a violent crackdown by state actors and employers against Bangladeshi garment workers protesting

7m ago