২ সপ্তাহের মধ্যে করোনা ভ্যাকসিন নিবন্ধনের আবেদন করবে ভারত

ভারতের সেরাম ইনস্টিটিউট আগামী দুই সপ্তাহের মধ্যে কোভিড-১৯ ভ্যাকসিনের জরুরি নিবন্ধনের জন্য আবেদন করবে। আজ শনিবার ইনস্টিটিউটের প্রধান নির্বাহী কর্মকর্তা আদর পুনাওয়ালা এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এ কথা জানান।
Corona vaccine
প্রতীকী ছবি রয়টার্স

ভারতের সেরাম ইনস্টিটিউট আগামী দুই সপ্তাহের মধ্যে কোভিড-১৯ ভ্যাকসিনের জরুরি নিবন্ধনের জন্য আবেদন করবে। আজ শনিবার ইনস্টিটিউটের প্রধান নির্বাহী কর্মকর্তা আদর পুনাওয়ালা এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এ কথা জানান।

পুনাওয়ালা বলেন, ভ্যাকসিনটি অনুমোদন পেলে প্রথমে ভারতে এবং পরে আফ্রিকার দেশগুলোতে বিতরণ করা হবে।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি পুনেতে সেরাম ইনস্টিটিউটে ভ্যাকসিন উত্পাদন কার্যক্রম পরিদর্শনের পর পুনাওয়ালা নিবন্ধনের আবেদনের বিষয়টি জানালেন।

সেরাম ইনস্টিটিউট অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় ও ব্রিটিশ-সুইডিশ ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান অ্যাস্ট্রাজেনেকার সহযোগিতায় ভ্যাকসিন উৎপাদন করছে।

গত সোমবার অক্সফোর্ড ও অ্যাস্ট্রাজেনেকা জানিয়েছে, তাদের উদ্ভাবিত ভ্যাকসিনের শেষ দিকের ক্লিনিক্যাল ট্রায়ালে ৯০ শতাংশ কার্যকারিতা পাওয়া গেছে।

মোদির সেরাম ইনস্টিটিউট পরিদর্শনকালে পুনাওয়ালা তার সঙ্গে ভ্যাকসিনের মূল্য নির্ধারণ ও সরবরাহ সম্পর্কিত বিভিন্ন বিষয় এবং অন্যান্য ভ্যাকসিনের বিষয়ে আলোচনা করেন।

সেরাম ইনস্টিটিউট বর্তমানে প্রতি মাসে ৫০ থেকে ৬০ মিলিয়ন ডোজ ভ্যাকসিন উত্পাদন করছে এবং আগামী বছরের জানুয়ারি থেকে প্রতি মাসে ১০০ মিলিয়ন ডোজ উৎপাদনের পরিকল্পনা নিয়েছে।

Comments

The Daily Star  | English

Wage growth still below inflation

Unskilled workers wage grew 8.01% in September this year when inflation was 9.92%

2h ago