অবৈধ যান চলাচল বন্ধে হবিগঞ্জে মোটর শ্রমিকদের কর্মবিরতি

মহাসড়কে সব ধরনের অবৈধ যানবাহন চলাচল বন্ধের দাবিতে হবিগঞ্জে কর্মবিরতি পালন করছে জেলা মোটর মালিক গ্রুপ এবং জেলা বাস-মিনিবাস, মাইক্রোবাস শ্রমিক ইউনিয়ন সমন্বয় পরিষদ। আজ রোববার সকাল থেকে পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী কর্মবিরতি শুরু হয়।
পরিবহন ধর্মঘট। ছবি: স্টার

মহাসড়কে সব ধরনের অবৈধ যানবাহন চলাচল বন্ধের দাবিতে হবিগঞ্জে কর্মবিরতি পালন করছে জেলা মোটর মালিক গ্রুপ এবং জেলা বাস-মিনিবাস, মাইক্রোবাস শ্রমিক ইউনিয়ন সমন্বয় পরিষদ। আজ রোববার সকাল থেকে পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী কর্মবিরতি শুরু হয়।

হবিগঞ্জ মোটর মালিক গ্রুপের সাধারণ সম্পাদক শঙ্খ শুভ্র রায় দ্য ডেইলি স্টারকে বলেন, ‘ অবৈধ যানবাহন চলাচল বন্ধে দীর্ঘ দিন থেকে আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে আসছি কিন্তু দৃশ্যমান ফলাফল পাওয়া যাচ্ছে না। হবিগঞ্জ থেকে সিলেট ও মৌলভীবাজার রুটে আমাদের ২৭৮টি গাড়ি চলে। প্রতিদিন আমরা ২০ হাজার যাত্রী পরিবহন করি। আমরা কর্মবিরতি পালন করছি। জেলা প্রশাসকের সঙ্গে বৈঠক হচ্ছে, আমরা জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসারের কাছে সব গাড়ি হস্তান্তর করবো।’

গত ২০ অক্টোবর একই দাবিতে ধর্মঘটের ডাক দিয়েছিলেন মোটর শ্রমিকরা।

আরও পড়ুন:

অবৈধ যান চলাচল বন্ধের দাবিতে হবিগঞ্জে অনির্দিষ্টকালের ধর্মঘট

Comments

The Daily Star  | English

Fashion brands face criticism for failure to protect labour rights in Bangladesh

Fashion brands, including H&M and Zara, are facing criticism over their lack of action to protect workers' basic rights in Bangladesh, according to Clean Clothes Campaign (CCC)..One year after a violent crackdown by state actors and employers against Bangladeshi garment workers protesting

7m ago