ভারতে কারাভোগের পর দেশে ফিরলেন ৪ তরুণী

ফাইল ফটো

ভারতে দেড় বছর কারাভোগের পর বাংলাদেশি চার তরুণীকে বেনাপোল চেকপোস্ট দিয়ে বাংলাদেশে পাঠিয়েছে ভারতের পুলিশ।

আজ রবিবার দুপুরে ভারতীয় পুলিশ তাদের আনুষ্ঠানিকভাবে বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে হস্থান্তর করে।

বেনাপোল চেকপোস্ট পুলিশ ইমিগ্রেশনের ওসি মো. মহসিন আলী জানান, ভালো চাকরির আশায় দুই বছর আগে ভারতের গোয়ায় গিয়ে বিভিন্ন বাসা বাড়িতে কাজ করার সময় সেখানকার পুলিশের হাতে আটক হন তারা। আদালত তাদের দেড় বছরের কারাদণ্ড দেন। সাজার মেয়াদ শেষে দুই দেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের হস্থক্ষেপে আজ তাদের দেশে ফেরত আনা হয়। কাগজপত্রের আনুষ্ঠানিকতা শেষে তাদের বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়।

বেনাপোল পোর্ট থানার ওসি মামুন খান জানান, ফেরত আসা তরুণীদের তাদের বাড়িতে ফিরিয়ে দেওয়ার প্রক্রিয়া চলছে। 

Comments