হারের কোনো ব্যাখ্যা নেই জিদানের কাছে
কদিন আগেই মিলান থেকে দারুণ এক জয় নিয়ে ফিরেছে রিয়াল মাদ্রিদ। তাতে অনেকেই প্রত্যাশা করেছিলেন রিয়ালের দুঃসময়ের বুঝি ইতি হলো। কিন্তু লা লিগায় অপেক্ষা দুর্বল দিপার্তিভো আলাভেসের কাছে আগের দিন হেরে গেছে দলটি। আর এমন হারের কোনো ব্যাখ্যাই খুঁজে পাচ্ছেন না দলটির কোচ জিনেদিন জিদান।
আলফ্রেদো দি স্তেফানো স্টেডিয়ামে শনিবার ১-২ গোলের ব্যবধানে আলাভেসের কাছে হেরে যায় রিয়াল মাদ্রিদ। ম্যাচের ৫০ মিনিট পার হতেই দুই গোলের ব্যবধানে পিছিয়ে পড়ে তারা। এরপর শেষ দিকে কাসেমিরো একটি গোল শোধ করতে পারলেও হার এড়াতে পারেনি দলটি।
তবে ম্যাচে শুরুতেই আগের দিন আলাভেসের ভিক্তর লাগুয়ারদিয়ার হেডে বল ডি-বক্সে ডিফেন্ডার নাচো ফের্নান্দেসের হাতে লাগলে পেনাল্টি পায় আলাভেস। তা থেকে পিছিয়ে পড়ার পর সব এলোমেলো হয়ে যায় বলেই জানালেন জিদান, 'তারা তিন মিনিটের মধ্যেই গোল করে এবং সব কিছু জটিল হয়ে যায়।'।
তবে ম্যাচে নিজেদের কাজটা ঠিকভাবে করতে না পারায় বেশ উদ্বিগ্ন জিদান, 'আমাদের কাজ চালিয়ে যেতে হবে, খেলোয়াড়দের ফেরাতে হবে এবং গতি পরিবর্তনও করতে হবে। আমাদের ধারাবাহিকতা নেই। মৌসুমে এটা আমাদের খুব বাজে শুরু। আমরা ম্যাচের গতি পরিবর্তন করতে পারিনি। এটি আমাকে বিরক্ত করে এবং উদ্বিগ্ন করে।'
ধারাবাহিকভাবে ভালো খেলতে না পারাই দলের মূল সমস্যা বলে মনে করেন এ ফরাসি, 'সমস্যা হচ্ছে ধারাবাহিকতার অভাব। আমাদের দলের অনেককেই ইনজুরির কারণে পাইনি। তবে এটা কোনো অজুহাত না। এটাই বাস্তবতা। এর কোনো ব্যাখ্যা নেই।'
হারের ম্যাচে আরও বড় ধাক্কা খেয়েছে এডেন হ্যাজার্ডের ইনজুরির কারণে। ম্যাচের প্রথমার্ধেই মাংসপেশিতে টান লাগায় মাঠ ছাড়েন তিনি। তিনি জিদান আশা করছেন বড় কোনো সমস্যা হয়নি এ তারকার, 'আমি মনে হয় এবং আশা করি এটি বড় কোনো আঘাত নয়, পেশীর কোনো সমস্যা নয়।'
Comments