এলপি গ্যাসের দাম নির্ধারণ না করায় বিইআরসি চেয়ারম্যানের বিরুদ্ধে আদালত অবমাননার রুল
আদালতের নির্দেশ মেনে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) এর দাম নির্ধারণ না করায় বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) চেয়ারম্যানের বিরুদ্ধে আদালত অবমাননার রুল জারি করেছে হাইকোর্ট।
রুলে আগামী দুই সপ্তাহের মধ্যে বিইআরসি চেয়ারম্যানকে জানাতে বলা হয়েছে, কেন তার বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ আনা হবে না এবং কেন নির্দেশনা বাস্তবায়ন না হওয়ায় তাকে শাস্তি দেওয়া হবে না।
কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) এর করা্ আবেদনের শুনানি করার সময় বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া এবং বিচারপতি মহি উদ্দিন শামীমের হাইকোর্ট বেঞ্চ আজ এই রুল দেন।
আবেদনকারীর আইনজীবী জ্যোতির্ময় বড়ুয়া দ্য ডেইলি স্টারকে বলেন, একই আবেদনে হাইকোর্টের আরেক বেঞ্চ গত ২৫ আগস্ট বিইআরসি চেয়ারম্যানকে গণশুনানির পর এলপি গ্যাসের দাম নির্ধারণ এবং ৩০ দিনের মধ্যে আদালতে এ সংক্রান্ত প্রতিবেদন জমা দিতে নির্দেশ দেন।
জ্যোর্তিময় বড়ুয়া বলেন, ২০০৯ সালের পর বিইআরসি এলপি গ্যাসের দাম নির্ধারণ করেনি, যদিও আন্তর্জাতিক বাজারের সাথে সমন্বয় করে প্রতিবছর দাম নির্ধারণ হওয়ার কথা।
Comments