চীনের প্রতিরক্ষামন্ত্রীর ঢাকা সফর বাতিল

চীনের প্রতিরক্ষামন্ত্রী জেনারেল উই ফেঙ্গ। ছবি: রয়টার্স

চলতি সপ্তাহে চীনের প্রতিরক্ষামন্ত্রী জেনারেল উই ফেঙ্গের ঢাকা সফরের কথা থাকলেও তা বাতিল করা হয়েছে। বিষয়টি দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেন, ‘পরবর্তীতে পরস্পর সুবিধাজনক কোনো এক সময়ে এই সফরটি হবে। চীনের প্রতিরক্ষামন্ত্রীর ঢাকা সফর বাতিল করা অস্বাভাবিক কিছু নয়। এটি হতেই পারে।’

জেনারেল উই ফেঙ্গের ঢাকা সফরের অ্যাজেন্ডা বিষয়ে জানতে চাইলে তিনি জানান, ঢাকা ও বেইজিং এমন পর্যায়ে নেই যেখানে কোনো অ্যাজেন্ডা নির্দিষ্ট হতে হবে। তবে, প্রতিরক্ষামূলক সহযোগিতাই মূল বিষয়, যেহেতু বাংলাদেশ চীনের কাছ থেকেই প্রয়োজনীয় বেশিরভাগ সামরিক সরঞ্জাম কিনে থাকে।

কাঠমান্ডু পোস্টের প্রতিবেদন থেকে জানা যায়, গত রোববার নেপালে সফরে গিয়েছেন জেনারেল উই ফেঙ্গ। গত বছরের অক্টোম্বরে চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের দুই দিনের নেপাল সফরের পর দেশটির উচ্চপর্যায়ের পক্ষ থেকে জেনারেল উই ফেঙ্গই প্রথম নেপাল সফরে গেলেন।

নেপালে সফরকালীন দেশটির প্রধানমন্ত্রী কেপি শর্মা অলি ও প্রেসিডেন্ট বিদ্যা দেবী ভান্ডারির সঙ্গে সাক্ষাৎ এবং সেনাবাহিনীর প্রধান জেনারেল পুর্ন চন্দ্র থাপার সঙ্গে বৈঠক করেছেন জেনারেল উই ফেঙ্গ।

নেপালের ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির মধ্যে চলমান অভ্যন্তরীণ দ্বন্দ্বের মধ্যেই গত শুক্রবার সেখানে সফল শেষ করেন ভারতের পররাষ্ট্রসচিব হর্ষ বর্ধন শ্রিংলা। এর দুই দিন পরেই অর্থাৎ রোববার সেখানে সফরে যান চীনের প্রতিরক্ষামন্ত্রী জেনারেল উই ফেঙ্গ।

সূত্রের বরাত দিয়ে কাঠমান্ডু পোস্টের প্রতিবেদনে বলা হয়েছে, নেপাল সফর শেষে বাংলাদেশ ও পাকিস্তান সফরে যাবেন জেনারেল উই ফেঙ্গ।

তবে, নেপাল সফরের পরপরই জেনারেল উই ফেঙ্গের ঢাকা সফরে আসার বিষয়টি নিশ্চিত ছিল না বলেই বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানিয়েছে।

পররাষ্ট্রমন্ত্রী ড. আবুল কালাম আব্দুল মোমেন, পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম ও পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেনের করোনায় আক্রান্ত হওয়ার সঙ্গে জেনারেল উই ফেঙ্গের সফর বাতিলের কোনো সম্পর্ক আছে কি না, তা নিশ্চিতভাবে জানেন না মন্ত্রণালয়ের ওই কর্মকর্তা।

Comments

The Daily Star  | English
CSA to be repealed

CSA to be repealed within a week: Nahid Islam

About the election, Nahid said an election based on national consensus will be held after completing all necessary reforms.

2h ago