নোয়াখালীতে লাইসেন্সবিহীন হাসপাতাল বন্ধ, আটক ২
নোয়াখালীর মাইজদিতে লাইসেন্সবিহীন একটি বেসরকারি হাসপাতাল বন্ধ করে হাসপাতালের দুই জন পরিচালককে আটক এবং ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
সোমবার বিকেলে নির্বাহী ম্যাজিস্ট্রেট তানিয়া আক্তারের নেতৃত্বে মাইজদীতে ইসলামী হাসপাতালে অভিযান চালিয়ে হাসপাতালটির পরিচালক একরামুল মোমেনীন ও শিব্বির আহমেদকে আটক করেন। হাসপাতালটির বিরুদ্ধে মেয়াদোত্তীর্ণ ওষুধ মজুদ ও বিক্রির অভিযোগ ছিল।
নির্বাহী ম্যাজিস্ট্রেট তানিয়া আক্তার বলেন, হাসপাতালটি দীর্ঘদিন থেকে চিকিৎসার নামে রোগীদের সঙ্গে প্রতারণা করছিল। অভিযোগ পাওয়ার পর জেলা প্রশাসন ও সিভিল সার্জন কার্যালয়ের যৌথ উদ্যোগে অভিযান পরিচালনা করা হয়। হাসপাতালের অস্বাস্থ্যকর পরিবেশ, পর্যাপ্ত জনবলের অভাব, মেয়াদোত্তীর্ণ লাইসেন্স, বর্জ্য অপসারণের ব্যবস্থা না থাকা, অস্বাস্থ্যকর অপারেশন থিয়েটার এবং হাসপাতালের ফার্মেসীতে মেয়াদোর্ত্তীণ ওষুধ মজুদ ও বিক্রির অভিযোগ প্রমাণিত হওয়ায় ৫০ হাজার টাকা জরিমানা এবং হাসপাতালের দুই পরিচালকে গ্রেপ্তার করা হয়েছে। হাসপাতালটির চিকিৎসা কার্যক্রমও বন্ধ করে দেওয়া হয়েছে।
নোয়াখালী সিভিল সার্জন ডা. মাসুম ইফতেখার বলেন, জনস্বার্থে শহরের সবগুলো বেসরকারি হাসপাতালে পর্যায়ক্রমে অভিযান পরিচালনা করা হবে।
Comments