ইরানের শীর্ষ পরমাণু বিজ্ঞানী হত্যার ঘটনায় রাশিয়ার নিন্দা
ইরানের শীর্ষ পরমাণু বিজ্ঞানী মোহসেন ফখরিজাদাহকে হত্যার ঘটনায় নিন্দা জানিয়েছে রাশিয়া। আজ সোমবার বার্তা সংস্থা রয়টার্স বিষয়টি জানায়।
দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, ‘আমরা এই উস্কানিমূলক সন্ত্রাসী কাজের জন্য গভীর উদ্বেগ প্রকাশ করছি। যা স্পষ্টভাবে এই অঞ্চলের পরিস্থিতি অস্থিতিশীল এবং সংঘাতের সম্ভাবনা বৃদ্ধির জন্য করা হয়েছে।’
বিবৃতিতে আরও বলা হয়েছে, ‘এ অঞ্চলের উত্তেজনা বাড়িয়ে তুলতে পারে এমন উদ্যোগ গ্রহণ থেকে বিরত থাকতে সব পক্ষকে আমরা আহ্বান জানাই।’
আরও পড়ুন:
ইরানের শীর্ষ পরমাণু বিজ্ঞানী আততায়ী হামলায় নিহত
‘দায়ী ইসরায়েল’ পরমাণু বিজ্ঞানী হত্যার কঠিন প্রতিশোধ নেবে ইরান
পরমাণু বিজ্ঞানী হত্যা, ইরান যা করতে পারে
ইরান পরমাণু বোমা বানানোর কত কাছে?
‘ইরানের পরমাণু বিজ্ঞানীকে দূর-নিয়ন্ত্রিত মেশিনগান দিয়ে গুলি করা হয়েছিল’
Comments