ম্যারাডোনাকে শ্রদ্ধা না জানিয়ে নিপীড়ক বলায় হত্যার হুমকি পাচ্ছেন তিনি
দিয়েগো ম্যারাডোনার স্মরণে দাঁড়িয়ে নীরবতা পালন না করে উল্টো দিকে ঘুরে বসা ও পরবর্তীতে তাকে ‘নিপীড়ক’ বলায় হত্যার হুমকি পাচ্ছেন নারী ফুটবলার পলা দাপেনা। স্পেনের তৃতীয় বিভাগের ক্লাব ভিয়াহেস ইন্তাররিয়াসের এই খেলোয়াড় সোমবার এমন দাবি করেছেন।
সদ্য প্রয়াত কিংবদন্তি আর্জেন্টাইন ফুটবলার ম্যারাডোনাকে নানাভাবে সম্মান জানানো হচ্ছে বিশ্বজুড়ে। কিন্তু গত শনিবার দেখা মেলে বিপরীত এক দৃশ্যের। ইন্তাররিয়াস ও দেপোর্তিভো আবাঙ্কার মধ্যকার ম্যাচ শুরুর আগে সবাই যখন ম্যারাডোনাকে সম্মান জানাতে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করছিল, তখন পলা উল্টো দিকে মুখ ঘুরিয়ে বসেছিলেন। এরপর নিজের আচরণের ব্যাখ্যায় স্পেনের রেডিও শো ‘এ দারিও’কে তিনি জানান, ‘নিপীড়নের শিকার যারা, তাদের জন্য এক মিনিট নীরবতা পালন করা হয়নি। সুতরাং, একজনের নিপীড়কের জন্য আমি এক মিনিট নীরবতা পালন করতে আগ্রহী না।’
পলার এই বক্তব্য ও অবস্থানের সঙ্গে ম্যারাডোনার সম্পর্ক কোথায়? ২০১৪ সালের একটি ঘটনার দিকে চোখ ফেরানো যাক। সেসময় প্রকাশিত একটি ভিডিওতে দেখা গিয়েছিল যে, ম্যারাডোনা তার তৎকালীন প্রেমিকার সঙ্গে তর্ক করছেন এবং তাকে আঘাত করতে উদ্যত হয়েছেন। যদিও বিশ্বকাপজয়ী সাবেক এই ফুটবলার বরাবরই অভিযোগ অস্বীকার করেছেন। ম্যারাডোনা তখন বলেছিলেন, ‘আমি ফোন হাতে নিয়েছিলাম ঠিকই। কিন্তু আমি শপথ করে বলছি, আমি কোনো নারীকে আঘাত করিনি।’
গত ২৫ নভেম্বর ছিল আন্তর্জাতিক নারীর প্রতি সহিংসতা দিবস। সেদিনই ম্যারাডোনার মহাপ্রয়াণ ঘটে। দিনটির সঙ্গে ‘ফুটবল ঈশ্বর’ খ্যাত তারকার ব্যক্তিজীবনকে জড়িয়ে পলা বলেন, ‘আমরা এমন একজনের জন্য নীরবতা পালন করছিলাম, যে কিনা নিপীড়ন করেছে। আমার নারীবাদী আদর্শ এটার অনুমোদন দেয় না: ম্যারাডোনাকে শ্রদ্ধা জানানো। তিনি অসাধারণ একজন ফুটবলার ছিলেন। কিন্তু ব্যক্তি হিসেবে তিনি মোটেও সেই মানের ছিলেন না।’
পলার এমন আচরণকে ভালোভাবে নেয়নি অনেক ফুটবল অনুরাগী। এমনকি ম্যারাডোনার কিছু পাঁড় ভক্ত এতটাই ক্ষিপ্ত হয়েছে যে, তাকে হত্যার হুমকিও দিয়েছে তারা। স্প্যানিশ দৈনিক ‘এএস’কে পলা বলেন, ‘আমি যে কেবল হয়রানির শিকার হচ্ছি তা না। আমাকে হত্যার হুমকিও দেওয়া হচ্ছে। এমন হুমকিও দেওয়া হচ্ছে যে, আমি তোমার ঠিকানা খুঁজে বের করব, তোমার বাসায় যাব এবং তোমার পা ভেঙে ফেলব।’
মূলত, সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারীদের কাছ থেকে হুমকি পাচ্ছেন পলা। এ নিয়ে দুশ্চিন্তা বা ভয় নেই তার। তবে হুমকিদাতাদের পরিচয় সবার সামনে উন্মোচন করবেন বলে জানান তিনি, ‘আমি সামাজিক যোগাযোগ মাধ্যমে যাদের কাছ থেকে সহিংসতার হুমকি পেয়েছি, তাদেরকে সবার সামনে উপস্থাপন করব যেন তাদের আইডিগুলো ডিলিট করা হয়।… এতে কোনো লাভ হবে কিনা তা নিয়ে অবশ্য আমার সংশয় আছে। আরও কী কী করা যায় তা আমি ভেবে দেখব।’
Comments