'রিয়াল মাদ্রিদ ধৈর্যহীন' - হ্যাজার্ডকে নিয়ে উদ্বিগ্ন তার সাবেক সতীর্থ

ক্রিস্তিয়ানো রোনালদো দল ছাড়ার পর তার বিকল্প হিসেবে অনেক আশা নিয়েই চেলসি থেকে এডেন হ্যাজার্ডকে নিয়েছিল রিয়াল মাদ্রিদ। কিন্তু মাদ্রিদে যোগ দেওয়ার পর থেকেই একের পর এক ইনজুরিতে তাকে সে অর্থে মাঠেই পায়নি দলটি। তবে এরজন্য এ ক্লাবটিকেই দায় দিচ্ছেন হ্যাজার্ডের সাবেক সতীর্থ জো কোল। ইনজুরি পুরোপুরি কাটিয়ে না উঠতেই তাকে তাড়াহুড়ো করে মাঠে নামানোয় এমনটা হচ্ছে বলে মনে করেন এ ইংলিশ তারকা।
ছবি: রয়টার্স

ক্রিস্তিয়ানো রোনালদো দল ছাড়ার পর তার বিকল্প হিসেবে অনেক আশা নিয়েই চেলসি থেকে এডেন হ্যাজার্ডকে নিয়েছিল রিয়াল মাদ্রিদ। কিন্তু মাদ্রিদে যোগ দেওয়ার পর থেকেই একের পর এক ইনজুরিতে তাকে সে অর্থে মাঠেই পায়নি দলটি। তবে এরজন্য এ ক্লাবটিকেই দায় দিচ্ছেন হ্যাজার্ডের সাবেক সতীর্থ জো কোল। ইনজুরি পুরোপুরি কাটিয়ে না উঠতেই তাকে তাড়াহুড়ো করে মাঠে নামানোয় এমনটা হচ্ছে বলে মনে করেন এ ইংলিশ তারকা।

২০১৯ সালে ১১৬ মিলিয়ন ডলারের বিনিময়ে চেলসি থেকে হ্যাজার্ডকে কিনে আনে রিয়াল। কিন্তু দলে যোগ দেওয়ার পর থেকেই ইনজুরিতে এ তারকা। অনেকে তো তাকে চলন্ত হাসপাতালই বলছেন। রিয়ালের জার্সিতে দেড় বছর পার না হতেই এখন পর্যন্ত নয় বার ইনজুরিতে পড়েছেন। সবমিলিয়ে এখন পর্যন্ত ম্যাচ মিস করেছেন ৪২টি। সবশেষ ইনজুরির কারণে এ তালিকা হয়তো আরও লম্বা হতে পারে।

মূলত ইনজুরি থেকে ফেরার এক দুই ম্যাচ খেলার পর ফের ইনজুরিতে পড়ছেন হ্যাজার্ড। তাকে নিয়ে তাড়াহুড়োর কারণেই বারবার ইনজুরিতে পড়ছেন বলে মনে করেন কোল, 'আমি খুবই হতাশ কারণ রিয়াল মাদ্রিদের জার্সিতে সে করে এটা দেখার জন্য আমি মুখিয়ে ছিলাম। মহান সব খেলোয়াড়দের সঙ্গে সে কেমন ভাবে মানিয়ে দেখার জন্য কিন্তু এটা কাজ করেনি। আমার মনে হয় রিয়াল মাদ্রিদ তার তাকে নিয়ে খুব বাজেভাবে ধৈর্যহীন হয়ে পড়েছে। ক্লাবের মালিক এবং সমর্থকরাও। তাই তার জন্য আমার দুঃখ হয়। সে কারণেই সে নিজেকে প্রমাণ করতে পারছে না।'

তবে হ্যাজার্ড ইনজুরি কাটিয়ে দ্রুতই ফিরবেন বলে আশা করছেন কোল, 'এটা এডেনের (হ্যাজার্ড) জন্য খুবই কঠিন সময়। এটা একটা উদাহরণও বটে, যদি আপনি ফিট না থাকেন তাহলে যতো ভালোই হন না কেন মাঠে কিছু করতে পারবেন না এবং কোনো কাজেই লাগে না। এডেন দারুণ একজন খেলোয়াড় এবং বিশ্বের অন্যতম সেরাও যখন সে ফিট থাকে। সে ইনজুরি কাটিয়ে আবার ফিরবে।'

উল্লেখ্য, ইনজুরি থেকে ফেরার পর গত শনিবার লা লিগার ম্যাচে আলাভেসের বিপক্ষে ২-১ গোলে হারের ম্যাচে ফের চোট পান হ্যাজার্ড। ম্যাচের প্রথমার্ধে বল দখলের লড়াইয়ে নতুন করে ডান পায়ের পেশিতে আঘাত পান তিনি।

Comments

The Daily Star  | English

3 quota protest leaders held for their own safety: home minister

Three quota protest organisers have been taken into custody for their own safety, said Home Minister Asaduzzaman Khan

Now