আটকে পড়া প্রবাসীদের কাজে ফিরতে কাতার সরকারের হস্তক্ষেপ চায় ঢাকা

যেসব কাতার প্রবাসী শ্রমিক বাংলাদেশে এসে আটকা পড়েছেন তাদের দ্রুত কর্মস্থলে ফিরে যাওয়ার ব্যবস্থা নেওয়ার জন্য দেশটির সরকারের প্রতি অনুরোধ জানিয়েছে ঢাকা।

যেসব কাতার প্রবাসী শ্রমিক বাংলাদেশে এসে আটকা পড়েছেন তাদের দ্রুত কর্মস্থলে ফিরে যাওয়ার ব্যবস্থা নেওয়ার জন্য দেশটির সরকারের প্রতি অনুরোধ জানিয়েছে ঢাকা।

কাতারে বাংলাদেশের রাষ্ট্রদূত মো. জসীম উদ্দিন আজ সকালে কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ে রাষ্ট্রাচার প্রধান অ্যাম্বাসেডর ইব্রাহিম ফাকরুর সঙ্গে বৈঠকে প্রবাসী শ্রমিকদের কর্মস্থলে ফিরবার সমস্যার কথা তুলে ধরেন এবং প্রবাসীদের আর্থিক দুর্ভোগসহ নানা সমস্যা সম্পর্কে তাকে অবহিত করেন।

রাষ্ট্রাচার প্রধান এ ব্যাপারে তাৎক্ষণিকভাবে তার দেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন।

বৈঠকে দুদেশের মধ্যে বিদ্যমান সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক জোরদার করার লক্ষ্যে পররাষ্ট্র মন্ত্রণালয় পর্যায়ে বৈঠক এবং রাজনৈতিক উচ্চ পর্যায়ে সফর বিনিময়ের উপর গুরুত্বারোপ করা হয়। এছাড়া, কন্সুলার সেবা, প্রশাসনিক বিষয়াদি এবং দূতাবাসের অবকাঠামোগত বিশেষত দূতাবাসে সেবা গ্রহণকারীদের জন্য পার্কিং সুবিধা নিয়েও আলোচনা হয়।

দূতাবাসের কাউন্সেলর (রাজনৈতিক ও অর্থনৈতিক) মো. মাহবুর রহমান বৈঠকে উপস্থিত ছিলেন।

Comments