নকআউটে লিভারপুল-পোর্তো, অ্যাতলেতিকোকে অপেক্ষায় রাখল বায়ার্ন

liverpool
ছবি: টুইটার

গ্রুপ পর্বের বাধা পেরিয়ে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের নকআউট পর্বে জায়গা করে নিয়েছে লিভারপুল ও এফসি পোর্তো। তবে আসরের বর্তমান চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখের দ্বিতীয় সারির দলের সঙ্গে পয়েন্ট ভাগাভাগি করায় সুতোয় ঝুলছে অ্যাতলেতিকো মাদ্রিদের ভাগ্য।

বুধবার রাতে ঘরের মাঠ অ্যানফিল্ডে ‘ডি’ গ্রুপের ম্যাচে আয়াক্স আমস্টারডামকে ১-০ ব্যবধানে হারিয়েছে লিভারপুল। ৫৮তম মিনিটে নেকো উইলিয়ামসের ক্রসে আলতো টোকায় জালে বল পাঠিয়ে জয়সূচক গোলটি করেন কার্টিস জোন্স। ড্র করলেই অবশ্য শেষ ষোলো নিশ্চিত হয়ে যেত আগের ম্যাচে একই ভেন্যুতে আতালান্তার কাছে হেরে যাওয়া ইয়ুর্গেন ক্লপের শিষ্যদের। সেই সমীকরণের দিকে না গিয়ে জয় দিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে পরের পর্বের টিকিট কেটেছে তারা।

পাঁচ ম্যাচে চার জয়ে ইংলিশ পরাশক্তি লিভারপুলের অর্জন ১২ পয়েন্ট। তাদের কাছে হেরে তিনে নেমে যাওয়া আয়াক্সের পয়েন্ট ৭। গ্রুপের আরেক ম্যাচে আতালান্তাকে তাদের মাঠে রুখে দিয়েছে মিতউইলান। ম্যাচটি শেষ হয়েছে ১-১ গোলে। ৮ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে উঠে এসেছে আতালান্তা। তলানিতে থাকা মিতউইলানের পয়েন্ট ১।

‘সি’ গ্রুপের ম্যাচে স্বাগতিক পোর্তোর সঙ্গে গোলশূন্য ড্র করেছে ম্যানচেস্টার সিটি। পেপ গার্দিওলার দল দ্বিতীয়ার্ধে অনেকগুলো ভালো সুযোগ তৈরি করলেও জালের ঠিকানা খুঁজে পায়নি। প্রথম দেখায় একই প্রতিপক্ষকে নিজেদের মাঠে ৩-১ গোলে হারিয়েছিল আগেই নকআউট পর্ব নিশ্চিত করা শক্তিশালী ইংলিশ ক্লাবটি।

টানা চার জয়ের পর পয়েন্ট খোয়ালেও গ্রুপের শীর্ষে থাকা নিশ্চিত হয়েছে ম্যান সিটির। পাঁচ ম্যাচ শেষে তাদের নামের পাশে রয়েছে ১৩ পয়েন্ট। শেষ ষোলোতে তাদের সঙ্গী হওয়া পর্তুগিজ ক্লাব পোর্তোর পয়েন্ট ১০। গ্রুপের আরেক ম্যাচে অলিম্পিয়াকোসের বিপক্ষে ঘরের মাঠে ২-১ গোলে জিতেছে মার্সেই। ৩ পয়েন্ট নিয়ে তালিকায় সবার নিচে আছে তারা। সমান পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে অলিম্পিয়াকোস।

‘এ’ গ্রুপের ফিরতি ম্যাচে নিজেদের মাঠ ওয়ান্দা মেত্রোপলিতানোয়  জার্মান পরাশক্তি বায়ার্নের সঙ্গে ১-১ গোলে ড্র করেছে অ্যাতলেতিকো। আগেই নকআউট পর্ব নিশ্চিত হওয়ায় প্রতিযোগিতার শিরোপাধারীরা রবার্ত লেভানদোভস্কি, মানুয়েল নয়্যার, টমাস মুলারসহ নিয়মিত একাদশের অধিকাংশ খেলোয়াড়কে ছাড়া খেলতে নেমেছিল।

শুরু থেকে আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকা স্প্যানিশ ক্লাব অ্যাতলেতিকো ২৬তম মিনিটে এগিয়ে যায় জোয়াও ফেলিক্সের গোলে। এতে দিয়েগো সিমিওনের দলের পরের পর্বে নাম লেখানোর সমস্ত বন্দোবস্ত প্রায় সম্পন্ন হয়েই গিয়েছিল। কিন্তু ম্যাচের শেষদিকে স্পট-কিক থেকে লক্ষ্যভেদ করে বায়ার্নকে সমতায় ফেরান বদলি নামা মুলার।

পাঁচ ম্যাচে বায়ার্নের অর্জন ১৩ পয়েন্ট। ৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে অ্যাতলেতিকো। গ্রুপের অন্য ম্যাচে লোকোমোতিভ মস্কোর মাঠে ৩-১ গোলে জিতেছে সালজবুর্গ। ৪ পয়েন্ট নিয়ে তারা রয়েছে তিন নম্বরে। তলানিতে থাকা লোকোমোতিভের পয়েন্ট ৩।

Comments

The Daily Star  | English
government action against rising crime

Nationwide combing operation launched to curb rising crime: home adviser

The adviser announced the decision after a meeting on law and order following a series of alarming incidents

1h ago