অনুমোদন পেল ফাইজারের ভ্যাকসিন

ছবি: সংগৃহীত

বিশ্বের প্রথম দেশ হিসেবে করোনাভাইরাস মোকাবিলায় ফাইজার-বায়োএনটেকের ভ্যাকসিন ব্যবহারের অনুমতি দিয়েছে যুক্তরাজ্য। আজ বুধবার বিবিসি জানায়, আগামী সপ্তাহ থেকে ভ্যাকসিন পাওয়া যাবে।

করোনাভাইরাসের বিরুদ্ধে ৯৫ শতাংশ পর্যন্ত কার্যকর ভ্যাকসিনটি অনুমোদন দেওয়ার পর যুক্তরাজ্যের ওষুধ ও স্বাস্থ্যসেবা পণ্যের নিয়ন্ত্রক সংস্থা এমএইচআরএ ‘এটি নিরাপদ’ বলে জানিয়েছে।

যাদের সবচেয়ে বেশি প্রয়োজন, যেমন কেয়ার হোমসে থাকা প্রবীণরা তাদেরকে কয়েকদিনের মধ্যেই ভ্যাকসিন দেওয়া শুরু হতে পারে।

ফাইজার ও বায়োএনটেকের তৈরি ভ্যাকসিনের চার কোটি ডোজের আগাম অর্ডার দিয়েছিল যুক্তরাজ্য, যা তারা দুই কোটি মানুষকে দুই ডোজ করে প্রয়োগ করতে পারবে। এই বছর শেষ হওয়ার আগেই তারা আরও প্রায় এক কোটি ডোজ পাবে বলে আশা করা হচ্ছে।

এনএইচএসের শীর্ষ কর্মকর্তা স্যার সাইমন স্টিভেনস জানান, স্বাস্থ্য বিভাগ ‘দেশের ইতিহাসের সবচেয়ে বড় ভ্যাকসিন কর্মসূচির’ জন্য প্রস্তুতি নিচ্ছে।

ভ্যাকসিন বিতরণের জন্য প্রায় ৫০টি হাসপাতালকে প্রস্তুত রাখা হয়েছে। সম্মেলন কেন্দ্রের মতো কয়েকটি ভেন্যুতে ভ্যাকসিন প্রদান কেন্দ্র স্থাপন করা হচ্ছে।

বিবিসি জানায়, এখন পর্যন্ত সর্বসাধারণের ব্যবহারের জন্য অনুমোদন পাওয়া প্রথম ভ্যাকসিন এটি। সাধারণত একটি ভ্যাকসিন তৈরি ও যাচাই-বাছাই শেষে অনুমোদন দিতে কয়েক বছর লাগলেও মাত্র ১০ মাসের মধ্যেই ফাইজারের ভ্যাকসিনকে অনুমোদন দেওয়া হয়েছে। এটি এখন পর্যন্ত ধারণা থেকে সবচেয়ে দ্রুততম বাস্তবে রূপ নেওয়া ভ্যাকসিন।

তবে, বিশেষজ্ঞরা বলছেন, ভ্যাকসিন দেওয়া শুরু হলেও জনগণকে সতর্ক থাকতে হবে। সংক্রমণ ঠেকাতে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। সামাজিক দূরত্ব বজায় রাখা ও ফেস মাস্ক ব্যবহারের মতো বিষয়গুলোর চর্চা অব্যাহত রাখতে হবে। এ ছাড়া, করোনা পরীক্ষা এবং শনাক্ত ব্যক্তিদের আইসোলেশনে রাখার বিষয়টিও মেনে চলতে হবে।

আগামী সপ্তাহের শুরু থেকেই ভ্যাকসিন কর্মসূচি শুরু হতে যাচ্ছে বলে জানিয়েছেন যুক্তরাজ্যের স্বাস্থ্যমন্ত্রী ম্যাট হ্যানকক। ভ্যাকসিনের অনুমোদন নিয়ে তিনি বলেন, ‘এটি খুবই চমৎকার খবর।’

Comments

The Daily Star  | English

Sohag’s murder exposes a society numbed by fear and brutality

It was a murder that stunned the nation, not only for its barbarity, but for what it revealed about the society we have become.

13m ago