ব্যতিক্রম নাট্যগোষ্ঠীর ‘সৈয়দ মহিদুল ইসলাম স্মরণ’ ২৫ ডিসেম্বর

ব্যতিক্রম নাট্যগোষ্ঠী আগামী ২৫ ডিসেম্বর বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায় আয়োজন করতে যাচ্ছে সৈয়দ মহিদুল ইসলাম স্মরণ অনুষ্ঠান।

অনুষ্ঠান শুরু হবে সন্ধ্যা ৬টায় এবং চলবে রাত ৯টা পর্যন্ত।

সংগঠনটির প্রয়াত প্রতিষ্ঠাতার ১৮ তম মৃত্যুবার্ষিকী স্মরণে সাজানো অনুষ্ঠানে থাকবে আলোচনা, সংগীত, নাটক ও সম্মাননা প্রদান।

সেদিন মঞ্চস্থ করা হবে নওশীন ইসলাম দিশা নির্দেশিত ও রমাপ্রসাদ বণিক রচিত নাটক সহবাস। এটি ব্যতিক্রমের ৪৩তম প্রযোজনা।

প্রতি বছর সংগঠনটি বরেণ্য নাট্যব্যক্তিত্ব ও দলের প্রতিষ্ঠাতা সৈয়দ মহিদুল ইসলাম স্মরণে ‘স্মরণ উৎসব’ আয়োজন করে থাকে। এবারে মুজিব বর্ষ উপলক্ষে এ আয়োজনে থাকছে ভিন্নতা।

প্রতি বছর সংগঠনটি ‘সৈয়দ মহিদুল ইসলাম পদক’সহ ‘মঞ্চবন্ধু’ ও ‘যুগল সম্মাননা’ প্রদান করে থাকে।

এ বছর ‘সৈয়দ মহিদুল ইসলাম পদক’ পেতে যাচ্ছেন নাট্যব্যক্তিত্ব লাকী ইনাম।

‘মঞ্চবন্ধু’ পদক পাচ্ছেন নাট্য গবেষক ও বাংলাদেশ থিয়েটার আর্কাইভসের পরিচালক ড. বাবুল বিশ্বাস, মাইম অভিনেত্রী ও নির্দেশক নাদেজদা ফারজানা এবং অভিনেতা ও নির্দেশক সৈয়দ শুভ্র।

‘যুগল সম্মাননা’ পেতে যাচ্ছেন নাগরিক নাট্যাঙ্গনের সাজু খাদেম ও প্রৈতি হক, ঢাকা পদাতিকের কাজী শিলা ও কাজী চপল এবং খেয়ালী নাট্যগোষ্ঠীর রানু আরা ও শাহীন আহম্মেদ।

Comments

The Daily Star  | English
Bangladesh inflation rate update

Inflation declines to 8.48%, lowest in 27 months    

The easing was driven by declines in both food and non-food inflation

23m ago