মুখে কালো কাপড় বেঁধে রাবি সাংবাদিকের বিরুদ্ধে ‘মিথ্যা’ অভিযোগের প্রতিবাদ
সংবাদ প্রকাশের জেরে দৈনিক বাংলাদেশ প্রতিদিনের রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) প্রতিনিধি মর্তুজা নুরের বিরুদ্ধে থানায় ‘মিথ্যা’ অভিযোগের প্রতিবাদে মুখে কালো কাপড় বেঁধে মৌন সমাবেশ করেছেন রাবি সাংবাদিকরা।
আজ বুধবার দুপুর ২টায় বিশ্ববিদ্যালয়ের ‘সাবাশ বাংলাদেশ’র পাদদেশে তারা এই সমাবেশ করেন।
সমাবেশ শেষে উপস্থিত সাংবাদিকরা মর্তুজা নুরের বিরুদ্ধে দায়ের করা ‘মিথ্যা’ অভিযোগ প্রত্যাহারের দাবি জানান।
একইসঙ্গে রাবি প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক যুগান্তরের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি মানিক রাইহান বাপ্পীর বিরুদ্ধে ২০১৫ সালে আইসিটি আইনে করা মামলা প্রত্যাহারের দাবি জানানো হয়।
আজকের কর্মসূচিতে রাবি রিপোর্টার্স ইউনিটির সভাপতি আরাফাত রাহমান, রাবি সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক শাহীন আলম, রাবি প্রেসক্লাবের সভাপতি সালমান শাকিল, সাধারণ সম্পাদক বেলাল হোসাইন বিপ্লবসহ বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত শুক্রবার রাতে দৈনিক বাংলাদেশ প্রতিদিনের রাবি প্রতিনিধি মর্তুজা নুরের বিরুদ্ধে মতিহার থানায় ‘মিথ্যা সংবাদ পরিবেশন ও মানহানির’ অভিযোগ করেন বিশ্ববিদ্যালয় স্কুল ও কলেজের প্রভাষক রুনা লায়লা।
আরও পড়ুন:
Comments