করোনার নকল ভ্যাকসিন আশঙ্কায় ইন্টারপোলের সতর্কতা

করোনাভাইরাসের ভ্যাকসিন সংঘবদ্ধ অপরাধী চক্রের লক্ষ্য হয়ে উঠতে পারে ও বাজারে নকল ভ্যাকসিন বিক্রি হতে পারে বলে সতর্ক করেছে আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোল।
Corona vaccine
প্রতীকী ছবি রয়টার্স

করোনাভাইরাসের ভ্যাকসিন সংঘবদ্ধ অপরাধী চক্রের লক্ষ্য হয়ে উঠতে পারে ও বাজারে নকল ভ্যাকসিন বিক্রি হতে পারে বলে সতর্ক করেছে আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোল।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, গতকাল বুধবার আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোল তাদের ১৯৪টি সদস্য রাষ্ট্রের জন্য বৈশ্বিক সতকর্তা (গ্লোবাল অ্যালার্ট) জারি করেছে।

অপরাধী চক্র যাতে সরাসরি বা অনলাইনে করোনার নকল ভ্যাকসিন বিক্রি করতে না পারে সেজন্য রাষ্ট্রগুলোকে সতর্ক থাকতে বলা হয়েছে।

ইন্টারপোলের মহাসচিব ইয়োরগেন স্টক গণমাধ্যমকে বলেছেন, ‘বিভিন্ন দেশের সরকার যেমন ভ্যাকসিন আনার প্রস্তুতি নিচ্ছে তেমনি অপরাধী চক্র ভ্যাকসিন সরবরাহ ব্যবস্থায় হস্তক্ষেপ করতে বা বিঘ্ন ঘটানোর পরিকল্পনা করছে।’

অপরাধী চক্র ভুয়া ওয়েবসাইট ও মিথ্যা রোগ নিরাময়ের কথা বলে সাধারণ মানুষকে তাদের প্রতারণার লক্ষ্যবস্তুতে পরিণত করতে পারে বলেও আশঙ্কা করেছেন তিনি।

তিনি আরও বলেছেন, ‘তাদের ফাঁদে পা দেওয়া মানুষরা নকল ভ্যাকসিন গ্রহণ করে মারাত্মক স্বাস্থ্য ঝুঁকিতে পড়তে পারেন, এমনকি মৃত্যু পর্যন্ত হতে পারে।’

Comments

The Daily Star  | English

Ex-public administration minister Farhad arrested

Former Public Administration minister Farhad Hossain was arrested from Dhaka's Eskaton area

3h ago