খুলনায় হত্যা মামলায় ৩ জনের ফাঁসির আদেশ

খুলনা জেলার দাকোপ উপজেলার শ্রী অ্যাগ্রো লিমিটেডের কর্মী গোবিন্দ সানা হত্যা মামলায় তিন আসামির ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টার দিকে খুলনার জননিরাপত্তা বিঘ্নকারী অপরাধ দমন ট্রাইবুনালের বিচারক মো. সাইফুজ্জামান হিরো এ রায় ঘোষণা করেন।
Khulna Map
স্টার অনলাইন গ্রাফিক্স

খুলনা জেলার দাকোপ উপজেলার শ্রী অ্যাগ্রো লিমিটেডের কর্মী গোবিন্দ সানা হত্যা মামলায় তিন আসামির ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টার দিকে খুলনার জননিরাপত্তা বিঘ্নকারী অপরাধ দমন ট্রাইবুনালের বিচারক মো. সাইফুজ্জামান হিরো এ রায় ঘোষণা করেন।

আসামিরা হচ্ছেন— বিবেক মন্ডল, সৌগত রায় ও অরুনাভ রায়। মৃত্যুদণ্ডপ্রাপ্ত তিন আসামিই পলাতক রয়েছেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট আরিফ লিটন মাহমুদ ও আদালতের উচ্চমান বেঞ্চ সহকারী মো. ছায়েদুল হক শাহিন দ্য ডেইলি স্টারকে জানান, ৩০২/২০১/৩৪ ধারার অপরাধের বিচার শেষে বিচারক ৩০২/৩৪ ধারার অপরাধে আসামিদের মৃত্যু না হওয়া পর্যন্ত ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করার আদেশ দিয়েছেন আদালত।

আদালত সূত্র ও মামলার সংক্ষিপ্ত বিবরণী থেকে জানা যায়, ২০১৫ সালের ১৯ নভেম্বর রাত সাড়ে আটটা থেকে ২১ নভেম্বর বেলা দুইটার মধ্যে যেকোনো সময় গোবিন্দ সানাকে হত্যা করা হয়। এরপর তার মরদেহের গলায় ও কোমরে ইট বেঁধে তা ঢাকি নদীতে ফেলে দেওয়া হয়। ২২ নভেম্বর সকালে নদী থেকে ভাসমান অবস্থায় গোবিন্দর মরদেহ উদ্ধার হয়।

এ ঘটনায় নিহতের ছোট ভাই কৃষ্ণপদ সানা বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেন। মামলায় তদন্ত শেষে সিআইডির পুলিশ পরিদর্শক কাজী মোস্তাক আহমেদ ২০১৬ সালের ১৯ জুন আদালতে তিন জনের নামে চার্জশিট দাখিল করেন। ২০১৮ সালের ৫ জুলাই আদালতে এই মামলার শুনানির মধ্য দিয়ে চার্জগঠন ও বিচার শুরু হয়।

আদালত এই মামলায় ১১ জনের সাক্ষ্যগ্রহণ করেন। সব শেষে আজ বিচারক রায় ঘোষণা করেন। মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবী আরিফ মাহমুদ লিটন ও আসামিপক্ষের রাষ্ট্রনিযুক্ত আইনজীবী মো. মোরশেদ মামলাটি পরিচালনা করেন।

Comments

The Daily Star  | English

Ex-public administration minister Farhad arrested

Former Public Administration minister Farhad Hossain was arrested from Dhaka's Eskaton area

3h ago