রোহিঙ্গাদের দুর্গম চরে স্থানান্তর বন্ধের আহ্বান অ্যামনেস্টির
রোহিঙ্গাদের দুর্গম ভাসানচরে স্থানান্তর বন্ধের আহ্বান জনিয়েছে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল।
আজ বৃহস্পতিবার সংগঠনটির এক বার্তায় এ আহ্বান জানানো হয়।
বার্তায় সংগঠনটির দক্ষিণ এশিয়া ক্যাম্পেইনার সাদ হাম্মাদি বলেছেন, ‘রোহিঙ্গাদের বঙ্গোপসাগরের দুর্গম দ্বীপ ভাসানচরে স্থানান্তর প্রক্রিয়া বন্ধ করা উচিত। পাশাপাশি, সেই চরে যারা রয়েছেন তাদেরকে বাংলাদেশের মূল ভূখণ্ডে তাদের পরিবার ও সম্প্রদায়ের কাছে ফিরিয়ে আনা উচিত।’
রোহিঙ্গাদের স্থানান্তরের যে কোনো পরিকল্পনায় তাদের পূর্ণ ও অর্থবহ অংশগ্রহণসহ যথাযথ প্রক্রিয়া অনুসরণ করতে হবে বলেও বার্তায় উল্লেখ করা হয়েছে।
‘রোহিঙ্গাদেরকে যে দুর্গম দ্বীপে স্থানান্তর করা হচ্ছে সেখানে মানবাধিকার সংগঠন ও সাংবাদিকসহ কাউকেই পূর্বানুমতি ছাড়া প্রবেশাধিকার দেওয়া হয়নি’ উল্লেখ করে বার্তায় আরও বলা হয়েছে, ‘এটি স্বাধীনভাবে মানবাধিকার পর্যবেক্ষণের ক্ষেত্রে ভীষণ উদ্বেগের বিষয়।’
এতে আরও বলা হয়েছে, ‘সেখানে কাউকে স্থানান্তরের আগে বাংলাদেশ কর্তৃপক্ষের উচিত জাতিসংঘ, মানবাধিকার সংগঠন ও মানবিক সহায়তাদানকারী সংস্থাগুলোকে প্রথমে ভাসানচরে বসবাসের উপযোগিতা স্বাধীনভাবে যাচাই করতে দেওয়া।’
যাদেরকে স্থানান্তর করা হবে তাদের পূর্ণ সম্মতি ছাড়া ভাসানচর বা অন্য যে কোনো স্থানে স্থানান্তরের পরিকল্পনা নেওয়া হতে পারে না বলেও বার্তায় উল্লেখ করা হয়েছে।
Comments