গাজীপুরে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার

স্টার অনলাইন গ্রাফিক্স

গাজীপুরে তরুণীকে ধর্ষণের অভিযোগে জেলার রাজেন্দ্রপুর ন্যাশনাল পার্ক এলাকা থেকে এক যুবককে গ্রেপ্তার করেছে র‍্যাব। আজ বৃহষ্পতিবার এ ঘটনায় গাজীপুর মেট্রোপলিটন সদর থানায় একটি মামলা হয়েছে।

গ্রেপ্তার মো. আবু হানিফ পেশায় একজন গ্যারেজ মেকানিক।

র‌্যাব ১ এর কোম্পানী কমান্ডার আব্দুল্লাহ আল মামুন জানান, গত সাত মাস আগে গাজীপুর মেট্রোপলিটন সদর থানা এলাকায় ওই তরুণীকে সিভিল এভিয়েশনে চাকরি দেয়ার কথা বলে ধর্ষণ করে আসছিল হানিফ। ধর্ষণের কথা কাউকে জানালে মেরে ফেলার হুমকি দিয়েছিল। র‍্যাব -১ এর গাজীপুর কার্যালয়ে এ বিষয়ে অভিযোগ আসার পর গতকাল সন্ধ্যা ৭টার দিকে গাজীপুর সদর থানার ন্যাশনাল পার্ক এলাকায় অভিযান চালিয়ে হানিফকে গ্রেপ্তার করা হয়। র‍্যাবের কাছে প্রাথমিত জিজ্ঞাসাবাদে স্বীকারোক্তি দিয়েছেন হানিফ। অভিযুক্তকে গাজীপুর মেট্রাপলিটন পুলিশের সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

Comments