মাশরাফিকে দলে পেতে লটারির লড়াইয়ে খুলনা-বরিশাল
লম্বা সময়ের খেলার বিরতি আর চোট সমস্যা কাটিয়ে কেবলই অনুশীলনে ফিরেছিলেন। পুরো ছন্দ পেতে লাগতে পারে আরও সময়। তবু এরমধ্যেই মাশরাফি বিন মর্তুজাকে দলে পেতে শুরু হয়েছে টানাটানি। ফরচুন বরিশাল আর জেমকন খুলনা এরমধ্যে আবেদন করেছে তাকে পাওয়ার।
হ্যামস্ট্রিংয়ের চোটের কারণে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের প্লেয়ার্স ড্রাফটে ছিলেন না মাশরাফি। তাকে রাখা হয়েছিল উন্মুক্ত। বিসিবি তখন জানিয়েছিল, ফিট হলে আলোচনার ভিত্তিতে মাশরাফিকে দলে নিতে পারবে যেকেউ। তবে একই সময়ে একাধিক আগ্রহী থাকলে হবে লটারি।
ফরচুন বরিশাল চেয়ারম্যান মিজানুর রহমান বৃহস্পতিবার এক ভিডিও বার্তায় জানান, বাংলাদেশের সাবেক অধিনায়ককে দলে পাওয়ার প্রথম দাবিদার তারাই, ‘আমরা শুরু থেকে জানতাম যে মাশরাফি ফিট ছিল না এবং ড্রাফটের দিন তারা বলেছিল যে মাশরাফি ফিট হলে ৫টি দলই চাইলে তাকে নেওয়া যাবে। আমরা এখন জানতে পেরেছি, মাশরাফি ফিট হয়েছেন এবং গত পরশু আমরা আবেদন করেছি তাকে দলে চেয়ে। আশা করি, আমরা তাকে পাব।’
তবে বরিশালের পর পরই খুলনাও মাশরাফিকে পাওয়ার আবেদন করে। মিজানুর জানান, খুলনার আবেদনের কথা তারা জানতে পারেন আজই, ‘আজ আমরা জেনেছি খুলনাও আবেদন করেছে। নিয়ম অনুযায়ী এটা হয়ত এখন লটারিতে চলে যাবে। লটারিতে গেলেও আমরা আশাবাদি সেখান থেকেই আমরা তাকে পেয়ে যাব।’
মিরপুর একাডেমি মাঠে জেমকন খুলনার অনুশীলের পর ম্যানেজার ও সাবেক জাতীয় ক্রিকেটার নাফীস ইকবালও নিশ্চিত করেন তাদের আগ্রহের কথা, 'আমারা একটা মেইল করেছি যে, আমরা মাশরাফিকে দলে নিতে আগ্রহী। আমি জানি না বাকি কোনো দল আগ্রহ দেখিয়েছে কিনা। এরপর বোর্ড সিদ্ধান্ত নেবে।'
গত মঙ্গলবার প্রায় সাড়ে ৮ মাস পর মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে আসেন মাশরাফি। জৈব সুরক্ষা বলয়ের নিয়ম মেনে করেন বোলিং অনুশীলন। তাকে মাঠে ফিরতে দেখেই তৈরি হয় দলগুলোর আগ্রহ।
Comments