কৃষক বিদ্রোহ নিয়ে ট্রুডোর মন্তব্য, ভারত তলব করল কানাডার রাষ্ট্রদূতকে
ভারতে চলমান কৃষক বিদ্রোহ নিয়ে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর মন্তব্যের পর আজ শুক্রবার দেশটির রাষ্ট্রদূত নাদির প্যাটেলকে প্যাটেলকে তলব করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়।
জাস্টিন ট্রুডো এবং সে দেশের সংসদ সদস্যদের মন্তব্য দ্বিপক্ষীয় সম্পর্কে ‘গুরুতর’ ক্ষতির সম্ভাবনা তৈরি করেছে বলে কানাডার রাষ্ট্রদূতকে জানিয়েছে ভারত। ভারতীয় সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমস বিষয়টি জানায়।
কানাডার রাষ্ট্রদূতকে তলবের বিষয়টি ভারতের ক্ষোভের বহিঃপ্রকাশ বলে জানিয়েছে হিন্দুস্তান টাইমস। এ ছাড়া, ট্রুডোর মন্তব্যকে ভারতের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ বলে মনে করছে নয়াদিল্লি।
গত মঙ্গলবার শিখ ধর্মের প্রতিষ্ঠাতা গুরু নানকের ৫৫১তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক ফেসবুক ভিডিও বার্তায় ট্রুডো কৃষক বিদ্রোহ নিয়ে মন্তব্য করেন। তিনি জানিয়েছিলেন, তার সরকার নয়াদিল্লির কৃষক বিদ্রোহ নিয়ে উদ্বিগ্ন।
এর কয়েক ঘণ্টা পরেই ট্রুডোর ওই মন্তব্যকে ‘অযাচিত’ উল্লেখ করে প্রত্যাখ্যান করে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়।
আজ কানাডার রাষ্ট্রদূতকে হাই কমিশনারকে ডেকে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ‘কানাডার প্রধানমন্ত্রী, মন্ত্রিপরিষদ এবং সংসদ সদস্যদের ভারতীয় কৃষকদের বিষয়ে মন্তব্য অযাচিত। এটা আমাদের অভ্যন্তরীণ বিষয়ে।’
এক বিবৃতিতে বলা হয়েছে, ‘যদি এ ধরনের কর্মকাণ্ড অব্যাহত থাকে তাহলে ভারত ও কানাডার সম্পর্কে মারাত্মক প্রভাব পড়বে।’
আরও পড়ুন:
ভারতে কৃষক বিদ্রোহ: ‘আমরা খাবার এনেছি’ সরকারি খাবার ফিরিয়ে দিলেন
পুলিশি বাধা সত্ত্বেও ‘দিল্লি চলো’ কর্মসূচিতে কয়েক হাজার কৃষক
Comments