মালয়েশিয়ায় কংক্রিট স্ল্যাবের চাপায় বাংলাদেশি শ্রমিক নিহত
মালয়েশিয়ার পেনাংয়ে নির্মাণাধীন ভবনের কংক্রিট স্ল্যাবের নীচে চাপা পড়ে এক বাংলাদেশি নির্মাণ শ্রমিক নিহত হয়েছেন।
এ ঘটনায় অপর এক বাংলাদেশি এবং এক ইন্দোনেশিয়ান শ্রমিককে আহতাবস্থায় উদ্ধার করা হয়েছে।
আজ শুক্রবার পেনাংয়ের সিমপাং আম্পাতে স্থানীয় সময় সকাল ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে জানায় মালয়েশিয়ার দৈনিক দ্য স্টার।
নিহত শ্রমিকের নাম মো. শরিফুল ইসলাম (৩৩)। স্ল্যাব ভেঙে পড়ার পর তাকে উদ্ধার করে সুংগাই বাকাপ হাসপাতালে নেওয়া হলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
স্টেট ফায়ার অ্যান্ড রেসকিউ বিভাগের এক মুখপাত্র জানান, স্থানীয়দের কাছ থেকে দুর্ঘটনার খবর পেয়ে তারা সকাল সাড়ে ১০টার দিকে সেখানে একটি উদ্ধারকারী দল পাঠায়।
এক বিবৃতিতে তিনি বলেন, ‘উদ্ধারকারীরা সেখানে পৌঁছানোর আগেই স্থানীয়রা ইন্দোনেশিয়ান শ্রমিককে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। ১১টার দিকে উদ্ধারকারীরা দুর্ঘটনায় আহত অপর এক বাংলাদেশিকে উদ্ধার করতে সক্ষম হয়।’
এ দুর্ঘটনার কারণ অনুসন্ধান হচ্ছে বলেও জানান তিনি।
Comments