কৃষক বিদ্রোহ: ৮ ডিসেম্বর ভারত বনধের ডাক
কৃষক ইউনিয়নের সঙ্গে বৈঠক শেষে আজ শুক্রবার কৃষক নেতা হরবিন্দর লখওয়াল জানিয়েছেন, আগামী ৮ ডিসেম্বর ভারত বনধের ডাক দিয়েছেন কৃষকরা।
ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডে বিষয়টি জানায়।
লখওয়াল জানান, আন্দোলনরত কৃষকরা নতুন কৃষি আইনের প্রতিবাদে পদক এবং পুরষ্কারও ফিরিয়ে দেবেন।
তিনি বলেন, ‘আট তারিখ ভারত বনধ হবে ও টোল প্লাজা দখল করা হবে। দিল্লি প্রবেশের সব রাস্তা কয়েকদিনের মধ্যে ব্লক করে দেওয়া হবে।’
ভারতের আরেক সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমস জানায়, সরকারের সঙ্গে কয়েক দফা বৈঠকে কোনো সমাধান হওয়ায় ভারতে কৃষক বিদ্রোহ অব্যাহত আছে। আগামীকাল পঞ্চম দফার বৈঠকে বসবে তারা। তবে, ওই বৈঠকের আগে আরও কঠোর কর্মসূচির ডাক দিয়েছেন কৃষকরা। আগামী ৮ ডিসেম্বর ভারত বনধের ডাক দিয়েছে কৃষক সংগঠনগুলো।
ওইদিন দিল্লির টোল প্লাজাগুলো দখলের হুঁশিয়ারিও দিয়েছেন কৃষকরা।
সংবাদ মাধ্যমটি আরও জানায়, তিনটি কৃষি আইনের বিরুদ্ধে কৃষকদের আন্দোলন নবম দিনে পড়েছে। সরকারের প্রস্তাব এখন পর্যন্ত খারিজ করেছেন কৃষকরা। কৃষকদের দাবি, আইন প্রত্যাহার করতে হবে এবং ন্যূনতম সহায়ক মূল্যকে আইনি স্বীকৃতি দিতে হবে।
কৃষকদের প্রতিনিধি গুরনাম সিং চন্দোনি বলেন, ‘শনিবারের বৈঠকে যদি সরকার আমাদের দাবি মেনে না নেয়, তাহলে আন্দোলনের তীব্রতা আরও বাড়বে।’
Comments