দুর্নীতির দায়ে অস্ট্রিয়ার সাবেক অর্থমন্ত্রীর ৮ বছরের কারাদণ্ড
দুর্নীতি কেলেঙ্কারিতে জড়িত থাকার দায়ে অস্ট্রিয়ার সাবেক অর্থমন্ত্রী কার্ল-হেইঞ্জ গ্র্যাসারের আট বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। গতকাল শুক্রবার দেশটির আদালত এ রায় দিয়েছেন বলে বিবিসির প্রতিবেদনে জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, অর্থ আত্মসাৎ, ঘুষ গ্রহণ এবং হাজারো সরকারি বাড়ি বিক্রিতে তথ্য জালিয়াতির অভিযোগে সাবেক এই অর্থমন্ত্রীকে কারাদণ্ড দিয়েছেন আদালত।
ভিয়েনার আদালত জানিয়েছে, নয় মিলিয়ন ইউরোরও (সাড়ে ৯২ কোটি টাকা) বেশি পরিমাণ অর্থ ঘুষ হিসেবে গ্রহণের সঙ্গে গ্র্যাসারের জড়িত থাকার অভিযোগ প্রমাণিত হয়েছে।
তবে, এই অভিযোগ অস্বীকার করে দেশটির সর্বোচ্চ আদালতে পুনরায় আপিল করবেন বলে জানিয়েছেন গ্র্যাসার।
মামলাটিতে গ্র্যাসারসহ ১৪ জন আসামি রয়েছেন। তাদের বিরুদ্ধে অর্থপাচার, প্রতারণা ও প্রমাণ জালিয়াতিসহ বিভিন্ন অভিযোগ ছিল।
২০০০ সালে অস্ট্রিয়ার ইতিহাসে সবচেয়ে তরুণ অর্থমন্ত্রী হিসেবে দায়িত্ব নেন কার্ল-হেইঞ্জ গ্র্যাসার।
Comments