পাবিপ্রবির ওয়েবিনারে নোবেল বিজয়ী পদার্থ বিজ্ঞানী ডেভিড জে উইনল্যান্ড

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়য়ের পদার্থ বিজ্ঞান বিভাগের উদ্যোগে ওয়েবিনারে অংশ নিলেন নোবেল পুরস্কার বিজয়ী বিজ্ঞানী ড. ডেভিড জে উইনল্যান্ড। উইনল্যান্ড ২০১২ সালে পদার্থ বিজ্ঞানে নোবেল পুরস্কার অর্জন করেন।

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়য়ের পদার্থ বিজ্ঞান বিভাগের উদ্যোগে ওয়েবিনারে অংশ নিলেন নোবেল পুরস্কার বিজয়ী বিজ্ঞানী ড. ডেভিড জে উইনল্যান্ড। উইনল্যান্ড ২০১২ সালে পদার্থ বিজ্ঞানে নোবেল পুরস্কার অর্জন করেন।

পদার্থ বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান ড. প্রীতম কুমার দাস জানান ‘এরা অফ অপটিক্যাল অ্যাটমিক ক্লকস’ শীর্ষক ওয়েবিনারে বক্তব্য রাখেন ড. ডেভিড জে উইনল্যান্ড।

তিনি জানান, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবর্ষ ও বিজয়ের মাস উপলক্ষে শুক্রবার ১০০তম ওয়েবিনারটির আয়োজন করা হয়।

ড. ডেভিড জে উইনল্যান্ড বলেন, শিক্ষার্থীদের নিজের পছন্দের বিষয় খুঁজে নিতে হবে। তারপর পছন্দের বিষয়ের পেছনে নিজেকে ধাবিত করতে হবে। অবশ্যই সেই ভালো লাগা বা পছন্দের বিষয় ইতিবাচক কিছু হতে হবে।

বর্তমান প্রযুক্তি কাজে লাগিয়ে দেশ ও জনগণের কল্যাণে ভবিষ্যতে আমরা কোথায় যেতে পারি বা কী করতে পারি তা তুলে ধরেন ডেভিড জে উইনল্যান্ড।

Comments

The Daily Star  | English

‘Humanity must prevail’

Says UN as Israeli offensive in Gaza enters 12th month; Israeli attacks kill 61 in Gaza in 48 hours

9m ago