মোস্তাফিজ ভাইয়ের সঙ্গে ভালো লড়াই চলছে: শরিফুল
এবার বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে গাজী গ্রুপ চট্টগ্রামের সাফল্যের বড় কারণ তাদের পেস আক্রমণ। দুই বাঁহাতি পেসার মোস্তাফিজুর রহমান আর শরিফুল ইসলাম মিলে প্রতি ম্যাচেই আঘাত হানছেন প্রতিপক্ষ শিবিরে। গতি, স্যুয়িং, আর আগ্রাসী শরীরী ভাষায় অভিজ্ঞ মোস্তাফিজের সঙ্গে তাল রাখছেন শরিফুল। মোস্তাফিজের সঙ্গে নাকি চলছে তার লড়াইও।
এবার চার ম্যাচের সবগুলোই জিতেছে চট্টগ্রাম। দুবার প্রতিপক্ষকে গুঁড়িয়ে দিয়েছে একশোর নিচে। চার ম্যাচে মোস্তাফিজ ওভার প্রতি মাত্র ৫.১৪ করে রান দিয়ে তুলেছেন সর্বোচ্চ ১২ উইকেট। ওভারপ্রতি সাতের নিচে রান দিয়ে শরিফুলও শিকার করেছেন ৭ উইকেট। দলের গুরুত্বপূর্ণ সময়ে ব্রেক থ্রো পাইয়ে দিতে দেখা যাচ্ছে দুজনকেই।
শনিবার মিরপুর একাডেমি মাঠে অনুশীলনে এসে যুব বিশ্বকাপজয়ী এই তরুণ জানালেন, অভিজ্ঞ মোস্তাফিজের সঙ্গে তাল মেলাতে পেরে রোমাঞ্চিত তিনি, ‘মোস্তাফিজ ভাইয়ের সঙ্গে বল করে খুবই উপভোগ করছি। সবসময়ই প্রতি ওভারে যাওয়ার আগে, প্রতি বলের আগে ভালো পরামর্শ দেন। ম্যাচের পরে ম্যাচ পরিস্থিতি অনুযায়ী কীভাবে বল করতে পারি এই নিয়ে আলাপ হয়। তবে দুইজনের মধ্যেই ভালো একটা লড়াই চলছে। উনার সঙ্গে সব কিছু শেয়ার করা যায়, উনি সবকিছু বলে। খুব মজা লাগে উনার সাথে বল করতে।’
যুব বিশ্বকাপেই দেখা গেছে শরীরে ভাষায় বাড়তি একটা বারুদ পুষে রাখেন তিনি। নতুন বলে শরিফুলের এই আগ্রাসন ব্যাটসম্যানদের দেয় ভড়কে। ১৯ পেরুনো এই তরুণ শৈশব থেকেই নিজের ভেতরে আত্মস্থ করে নিয়েছেন এই ধরণ, ‘আগ্রাসী ভাবটা ইতিবাচক প্রভাব ফেলে। আর এটা অভ্যাস ছোট বেলা থেকে, বোলিং করে অটোমেটিক চলে যাই ব্যাটসম্যানের কাছে। এটার আগে থেকে কোন পরিকল্পনা থাকে না।’
‘নতুন বলে বল করা খুবই উপভোগ করছি কারণ সব পেস বোলাররাই চায় নতুন বলে বল করতে। আগ্রাসী বোলিং করে আমি নতুন বলে বোলিং করাটা উপভোগ করছি।’
Comments