বাংলাদেশ খেললে আমি নিতে পারি না: সালাহউদ্দিন

করোনা নেগেটিভ হওয়ার পর শনিবারই প্রথমবারের মতো বাফুফে ভবনে এসেছিলেন সালাহউদ্দিন। এরপর গণমাধ্যমকে জানান, কিছুক্ষণ পর পর ধারাভাষ্য শুনে ম্যাচের পরিস্থিতি সম্পর্কে জেনেছিলেন তিনি।
Kazi Salahuddin
ফাইল ছবি: সংগৃহীত

করোনাভাইরাস থেকে সম্প্রতি সেরে উঠেছেন কাজী সালাহউদ্দিন। তবে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফের) সভাপতি এখনও শতভাগ সুস্থ নন। সেকারণে শক্তিশালী কাতারের বিপক্ষে বাংলাদেশের ম্যাচটি তিনি দেখেননি। সাবেক এই তারকা ফুটবলার আরও জানালেন, বাংলাদেশের খেলার সময়ে চাপ নিতে পারেন না তিনি।

আগের দিন ২০২২ বিশ্বকাপ ও ২০২৩ এশিয়ান কাপের যৌথ বাছাইপর্বের ‘ই’ গ্রুপের ম্যাচে বাংলাদেশকে ৫-০ গোলে হারিয়েছে কাতার। দুদলের আগের দেখায় ঘরের মাঠ বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে একই প্রতিপক্ষের কাছে ২-০ গোলে হেরেছিল লাল-সবুজ জার্সিধারীরা।

করোনা নেগেটিভ হওয়ার পর শনিবারই প্রথমবারের মতো বাফুফে ভবনে এসেছিলেন সালাহউদ্দিন। এরপর গণমাধ্যমকে জানান, কিছুক্ষণ পর পর ধারাভাষ্য শুনে ম্যাচের পরিস্থিতি সম্পর্কে জেনেছিলেন তিনি, ‘সত্যি কথা বলতে আমি ম্যাচ দেখিনি। আমি ফোনে কথা বলেছি। ধারাভাষ্য শুনেছি। কিন্তু ম্যাচ দেখিনি। কারণ, বাংলাদেশ খেললে আমি (চাপ) নিতে পারি না। আর আমার শরীরও ভালো ছিল না। কিন্তু পনের মিনিট পর পর আমি শুনছিলাম (খেলার অপডেট)।’

খেলা না দেখলেও টানা চতুর্থ মেয়াদে বাফুফে সভাপতি হওয়া সালাহউদ্দিন ম্যাচের ফল নিয়ে বলেন, ‘আমার মূল্যায়ন খুব সিম্পল- আমরা এক মাস আগে অনুশীলন-খেলা শুরু করেছি। আর সবাই জানি, কাতার এশিয়ার সেরা দল। কোনো সন্দেহ নেই। আমি কাতারকে দেখেছি (২০১৯ সালে) এশিয়ান কাপ জিততে।’

তিনি যোগ করেন, ‘তারা (কাতার) ফুটবলে মনোযোগ দিয়েছে। পুরোপুরিভাবে। আমার জানা মতে, শেষ আড়াই বছরে তারা ১.৭ বিলিয়ন ডলার খরচ করেছে দলের পেছনে। আর আমরা নেপালের সঙ্গে ম্যাচ খেলে কাতারে গিয়েছি। ওরা খেলেছে দক্ষিণ কোরিয়া, কোস্টারিকা ও ঘানার সঙ্গে। আমার জন্য সবচেয়ে বড় কথা হলো, এত আপদ-বিপদের মধ্যেও আমরা ফুটবলটা শুরু করেছি।’

Comments

The Daily Star  | English

Teesta floods bury arable land in sand, leaving farmers devastated

40 unions across 13 upazilas in Lalmonirhat, Kurigram, Rangpur, Gaibandha, and Nilphamari are part of the Teesta shoal region

1h ago