ঢাবিতে মৌলবাদবিরোধী প্রতিবাদী সাংস্কৃতিক সন্ধ্যা

শনিবার সন্ধ্যায় ‘ধর্ম ব্যবসা ও মৌলবাদ বিরোধী প্রতিবাদ সন্ধ্যা’ ব্যানারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক সংগঠনগুলোর অংশগ্রহণে এই আয়োজন করা হয়। ছবি: স্টান

উগ্র মৌলবাদের বিরুদ্ধে প্রতিবাদী সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী।

আজ শনিবার সন্ধ্যায় ‘ধর্ম ব্যবসা ও মৌলবাদ বিরোধী প্রতিবাদ সন্ধ্যা’ ব্যানারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক সংগঠনগুলোর অংশগ্রহণে ছাত্র শিক্ষক কেন্দ্রে এই আয়োজন করা হয়।

এ ছাড়াও, কুষ্টিয়ায় ভাস্কর্য ভাঙার প্রতিবাদে ক্যাম্পাসে মশাল মিছিল করেছে মুক্তিযুদ্ধ মঞ্চ।

টিএসসি প্রতিবাদী সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজক ডাকসু ও ছাত্রলীগের সাবেক সদস্য তানভীর হাসান সৈকত দ্য ডেইলি স্টারকে বলেন, ‘উদ্দেশ্যপ্রণোদিতভাবে ধর্মকে ব্যবহার করে একশ্রেণির মানুষ বাংলাদেশের স্বাধীনতার ওপর আঘাত করছে। আমরা মনে করি, উগ্র মৌলবাদের বিরুদ্ধে প্রতিবাদের সবচেয়ে বড় হাতিয়ার সাংস্কৃতিক জাগরণ।’

টিএসসি প্রাঙ্গণে আয়োজিত এই প্রতিবাদ সমাবেশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা গান, আবৃত্তি, মাইম ইত্যাদি পরিবেশন করেন।

ঢাকা বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদ, ঢাকা বিশ্ববিদ্যালয় ব্যান্ড সোসাইটি, ঢাকা ইউনিভার্সিটি মাইম অ্যাকশনসহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন এতে অংশ নেয়।

বক্তারা বলেন, ‘আজকের দিনে, ‘বাংলাদেশের নামকরণের দিবস’ এর মতো একটি গুরুত্বপূর্ণ দিনে এমন হামলা থেকে আমরা বুঝতে পারি স্বাধীনতা বিরোধী শক্তি ধর্মকে পুঁজি করে মাথাচাড়া দিয়ে ওঠার চেষ্টা করছে। আমরা এর তীব্র প্রতিবাদ জানাই।’

উগ্র মৌলবাদ ও স্বাধীনতা বিরোধী শক্তির বিরুদ্ধে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রাজপথে থাকবে বলে জানান তারা।

Comments

The Daily Star  | English
bad loans rise in Bangladesh 2025

Bad loans hit record Tk 420,335 crore

It rose 131% year-on-year as of March of 2025

1h ago