বাংলাদেশ-ভুটানের অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তি সই

বাংলাদেশ ও ভুটানের মধ্যে দ্বিপাক্ষিক অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তি বা পিটিএ সই হয়েছে।

বাংলাদেশ ও ভুটানের মধ্যে দ্বিপাক্ষিক অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তি বা পিটিএ সই হয়েছে।

২০২৪ সালে বাংলাদেশের স্বল্পোন্নত দেশে উন্নীত হওয়ার পরও বাণিজ্য সুবিধা নিশ্চিত করতে আজ রোববার এই চুক্তি সই করা হয়েছে।

চুক্তি অনুযায়ী বাংলাদেশ ভুটানের বাজারে ১০০টি পণ্যে ও ভুটান বাংলাদেশের বাজারে ৩৪ পণ্যে শুল্ক ও কোটামুক্ত সুবিধা পাবে।

বাংলাদেশকে স্বীকৃতি দেওয়া প্রথম দেশ ভুটান। কৃতজ্ঞতা স্বরূপ প্রথম দেশ হিসেবে ভুটানের সঙ্গে পিটিএ সই করল বাংলাদেশ। এই চুক্তি সই হলো বাংলাদেশকে ভুটানের স্বীকৃতি দেওয়ার ঐতিহাসিক দিনেই।

বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সী এই পিটিএতে সই করেছেন এবং ভুটানের পক্ষে সই করেছেন দেশটির বাণিজ্যমন্ত্রী লোকনাথ শর্মা।

ঢাকার সরকারি অতিথি ভবন সুগন্ধায় আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভুটানের প্রধানমন্ত্রী ডা লোটে শেরিং ভার্চ্যুয়ালি অংশ নিয়েছিলেন।

Comments