রাজধানীর মিরপুর থেকে নবজাতকের মরদেহ উদ্ধার
রাজধানীর মিরপুর ১১ নম্বর সেকশন থেকে এক নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
আজ রোববার বেলা ১১টার দিকে মিরপুর ১১ নম্বর সেকশনের ১৬ নম্বর রোড এলাকা থেকে ওই নবজাতকের মরদেহ উদ্ধার করা হয়। পরে মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ মর্গে পাঠায় পুলিশ।
পল্লবী থানার উপ-পরির্দশক (এসআই) মিজানুর রহমান জানান, সকালের দিকে খবর পেয়ে মিরপুর ১১ নম্বর সেকশনের ১৬ নম্বর রোডের একটি ময়লার স্তূপ থেকে ওই নবজাতকের মরদেহ উদ্ধার করা হয়। নবজাতকের আনুমানিক বয়স হবে একদিন। বিস্তারিত জানার চেষ্টা করা হচ্ছে।
Comments